সোনার দাম আবার ঊর্ধ্বমুখী , চাপ সৃষ্টি মধ্যবিত্তের



নিউজ ডেস্ক - পয়লা বৈশাখের আগে কোনও ভাবেই নাগালে আসছে না। কেবল চড়চড়িয়ে বেড়েই চলেছে সোনার দাম। মার্চে শেষভাগে সেই যে সোনার দর ঊর্ধ্বমুখী হয়েছিল, তা এপ্রিল মাসেও একই রয়েছে। দিন-প্রতিদিন বেড়েই চলেছে সোনার দাম।  দুই দিন বাদেই পয়লা বৈশাখ, বাঙালির নববর্ষ। এই দিনে অনেকেই সোনা কেনেন। তবে সোনার যা দর, তাতে মধ্যবিত্তের পকেটে বেশ চাপ সৃষ্টি হবে। আজ, শুক্রবারও বাড়ল সোনার দাম কিন্তু স্বস্তি জুগিয়ে সামান্য কমেছে রুপোর দাম ।

আজ, ১২ এপ্রিল ২২ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ৬,৬২১ টাকা।  ১০ গ্রাম সোনার দাম ৬৬ হাজার ২১০ টাকা। গতকালের তুলনায় ১০ টাকা দাম বেড়েছে। ১০০ গ্রাম সোনার দাম ৬ লক্ষ ৬২ হাজার ১০০ টাকা, যা গতকালের তুলনায় ১০০ টাকা বেশি।

আজ ২৪ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ৭২২৩ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৭২ হাজার ২৩০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম ৭ লক্ষ ২২ হাজার ৩০০ টাকা।

২২, ২৪ ক্যারেটের মতো ১৮ ক্যারেটের সোনার দামও আজ বেড়েছে। ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৫৪১৭ টাকা। ১৮ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৫৪ হাজার ১৭০ টাকা।

একদিকে যেমন সোনার দাম বেড়েছে অন্যদিকে সামান্য কমেছে রুপোর দাম। ১০০ গ্রাম রুপোর দাম আজ রয়েছে ৮৪৯০ টাকা। গতকালের তুলনায় ১০ টাকা দাম কমেছে। ১ কেজি রুপোর দাম ৮৪,৯০০ টাকা রয়েছে।

Priyanka Dey

প্রিয়াঙ্কা দে । আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা । পরে খেলাধুলা নিয়ে মিডিয়া জগতে প্রবেশ। বর্তমানে DNN বাংলার ও KKR এর কনটেন্ট টিমে কর্মরত।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন