আপাতত তাপপ্রবাহের সতর্কবার্তা নেই। গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। গরম এতটাই বেশি থাকবে যে সকাল ১১টা থেকে বিকাল ৪টে পর্যন্ত খুব প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যেতে নিষেধ করছেন আবহাওয়াবিদরা। কিন্তু কিছু জেলায় বিচ্ছিন্নভাবে অল্প বৃষ্টির পূর্বাভাস রয়েছে। যেমন বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়াতে। বৃষ্টি হবে উত্তরবঙ্গের উপরের দিকে জেলাগুলিতে।
হাওয়া অফিস বলছে আগামী কয়েকদিনে পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। সোমবার থেকে দাবদাহের মাত্রা আরও বাড়বে। তবে বেশিরভাগ জেলাতেই খুব বেশি বৃষ্টির সম্ভাবনা নেই। কিন্তু উত্তরবঙ্গে ১৬ ও ১৯ এপ্রিল বেশি বৃষ্টি হতে পারে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে তুলনামূলকভাবে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টার গতিবেগে দমকা ঝোড়ো হওয়াও বইতে পারে। তবে নিচের দিকের জেলাগুলি যেমন আলিপুরদুয়ার, কোচবিহার, মালদহ উত্তর ও দক্ষিণ দিনাজপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।