তমলুকের বিজেপি প্রার্থী প্রাক্তন বিচারপতি সংবাদমাধ্যমে নিজের বক্তব্য জানালেন

নিউজ ডেস্ক - প্রচারে বেরিয়ে তমলুকের বিজেপি প্রার্থী  প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন ,"তমলুকে মজা দেখিয়ে দেবো"। মঙ্গলবার পূর্ব মেদিনীপুরের তারাগেড়িয়াতে ভিম মন্দিরে পুজো দিতে যান তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়।  পুজো শেষ হয়ে যাওয়ার পর তিনি বলেন, “আপনারা জেনে রাখুন দিলীপ ঘোষ অত্যন্ত ভালো মানুষ। নিশীথ প্রামাণিক বলেছিলেন, বামপন্থীদের পার্টি অফিস যেখানে যেখানে তৃণমূল দখল করে রেখেছে সেসব অফিস নির্বাচনের পর বিজেপি খুলে দেবে আর সেসব বামপন্থীদের ফিরিয়ে দেবেন।"

এই প্রসঙ্গে তিনি আরও বলেন,  “গণতন্ত্রে এটাই হওয়া উচিত। কেন বামদের দলীয় কার্যালয় তৃণমূল দখল করবে? এটা হওয়ার কথা না।” তৃণমূল সরকারের আমলে ভোট পরবর্তী হিংসার কথা উল্লেখ করেন তিনি। তাঁর কথা অনুযায়ী, “তৃণমূল আগের ভোটের পরে প্রচণ্ড সন্ত্রাস চালিয়েছে বিজেপির উপরে।  কত মানুষের ঘর ভেঙেছে কত মানুষের ঘর পুড়িয়েছে। তৃণমূল দুর্বৃত্তের দল চোরের দল। তখনও পুলিশ প্রশাসন ছিল। তারা সঠিকভাবে মোকাবিলা করেনি সেই ঘটনার। যদি এবারে সেই ঘটনা পুনরাবৃত্তি হয় তাহলে মজা দেখিয়ে দেব।” প্রসঙ্গ অনুযায়ী, একুশের নির্বাচনের পর বাংলার ভোট পরবর্তী হিংসার একাধিক অভিযোগ ওঠে। ভোট পরবর্তী হিংসা সংক্রান্ত মামলাতেও হাইকোর্টের কড়া ভর্ৎসনার মুখে পড়তে হয়েছিল রাজ্য সরকারকে। সে সময় অবশ্য বিচারপতি ছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এদিনও প্রচারে সেই বিষয়টি উল্লেখ করেই অভিজিৎ বলেন, যদি একুশের পুনরাবৃত্তি হয়, তাহলে তিনি মজা দেখিয়ে দেবেন। এখনও পর্যন্ত এই ঘটনায় তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Priyanka Dey

প্রিয়াঙ্কা দে । আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা । পরে খেলাধুলা নিয়ে মিডিয়া জগতে প্রবেশ। বর্তমানে DNN বাংলার ও KKR এর কনটেন্ট টিমে কর্মরত।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন