নিউজ ডেস্ক - গার্ডেনরিচে ঘটলো আরও একটি ঘটনা , কিন্তু এইবারে বাড়ি ভেঙে পরে যাওয়া নয় বরং ঘটেছে খুনের ঘটনা। এক প্রতিবেশীকে জলের জন্য হাতুড়ি মেরে খুনের অভিযোগ উঠল। আহতকে এসএসকেএম হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এই চাঞ্চল্যকর ঘতনাকে ঘিরে এলাকায় তুমুল উত্তেজনার সৃষ্টি হয়েছে।
সূত্রের খবর, বছর ৪৯ এর মহম্মদ আনিস থাকতেন গার্ডেনরিচ এলাকায়। তাঁর বাড়িতে রোজ দিনই পাশের বাড়ি থেকে জল পড়ত বলে অভিযোগ ওঠে। শুক্রবারও সেই একই ঘটনা ঘটায় প্রতিবাদ করেন মহম্মদ আনিস। অভিযোগ, সেই সময় পাশের বাড়ির মোট সাতজন চড়াও হয়। হাতুড়ি দিয়ে আঘাত করা হয় আনিসকে। মাথায় গুরুতর আঘাত লাগে তাঁর। এরপর আহতকে দ্রুত এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
খুনের অভিযোগ পেয়ে তদন্তে নেমেছে গার্ডেনরিচ থানার পুলিশ। মৃতের ছেলে বলেন, “আমাদের সঙ্গে ওদের বরাবরই ঝামেলা লেগেছিল। প্রতিদিন ওদের বাড়ি থেকে জল পড়ত। আমার বাবা সেই প্রতিবাদ করতে গিয়েছিল। সেই সময় ওরা সাত-আটজন হাতুড়ি নিয়ে এসে চড়াও হয়। আমার বাবাকে বেধড়ক মারধর করে। বালা-হাতুড়ি দিয়ে মাথায় মেরে খুন করে।”
Tags
Crime