সপ্তাহের শেষ দিনেই শুরু হচ্ছে বাঙালির নতুন বছর। বাংলা ক্যালেন্ডারের প্রথম দিনে কেমন থাকবে রাজ্যের আবহাওয়া। পয়লা বৈশাখে আবহাওয়া কেমন থাকবে জানিয়ে দিল আবহাওয়া দফতর।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর চৈত্র সংক্রান্তি ও পয়লা বৈশাখে উত্তর ও দক্ষিণবঙ্গের দু একটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকলেও মূলত দক্ষিণ বঙ্গের আবহাওয়া থাকবে শুষ্ক। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরম ও আদ্রতা জনিত অস্বস্তি বাড়বে। সেই সঙ্গে বাড়বে উত্তর-পশ্চিমে শুষ্ক হাওয়ার দাপট ।
আজ শনিবার মূলত আংশিক মেঘলা আকাশ। কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে আজ বৃষ্টির সম্ভাবনা নেই। বেলা বাড়ার সঙ্গেই গরম বাড়বে।
শনিবার উত্তরের দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে । দক্ষিণবঙ্গের পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানে অল্প পরিমাণে বৃষ্টি হতে পারে । আগামীকাল থেকে বৃষ্টির সম্ভাবনা আরও কমবে।
আগামীকাল অর্থাৎ পয়লা বৈশাখ কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। বৃষ্টির কোন সম্ভাবনা নেই।
আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.০৫ ডিগ্রী সেলসিয়াস যা স্বাভাবিকের তুলনায় এক ডিগ্রী বেশি।
গতকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.২ যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। গত ২৪ ঘন্টায় কলকাতার দিন ও রাতের তাপমাত্রা বাড়লো ২ ডিগ্রি
আগামী ২৪ ঘন্টায় কলকাতার তাপমাত্রা থাকবে সর্বনিম্ন ২৭ ডিগ্রি থেকে সর্বোচ্চ ৩৬° সেলসিয়াস এর মধ্যে।