আগামী ১৭ এপ্রিল কলকাতার ইডেন গার্ডেন্সে মুখোমুখি হওয়ার কথা ছিল নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালসের। তবে ম্যাচটি সেদিন হবে না, এই আশঙ্কা তৈরি হয়েছিল। ওই দিন রামনবমী। ১৯ তারিখ লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট। রাজ্যে প্রথম দফার নির্বাচনে রয়েছে উত্তরবঙ্গের জেলা। ভোটের ডিউটিতে যাবেন এখানকার পুলিশ অফিসাররাও। তাই পর্যাপ্ত নিরাপত্তার অভাব থাকায় ১৭ তারিখ ইডেনে কেকেআর-রাজস্থান রয়্যালস ম্যাচ আয়োজন সম্ভব নয়, জানিয়ে দেওয়া হয়েছিল।
কেকেআর ও রাজস্থান রয়্যালস ম্যাচটি আয়োজনের বিকল্প তারিখ হিসেবে ১৬ এবং ১৮ এপ্রিল রাখা হয়েছিল। পুলিশের কাছে আবেদন জানিয়েছিল সিএবি। অবশেষে সেই সূচি জানিয়ে দেওয়া হল হোম টিম কেকেআরের তরফে। ১৭ এপ্রিলের সেই ম্যাচ এক দিন এগিয়ে ১৬ এপ্রিল করা হয়েছে। ১৪ এপ্রিলের পর কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ ছিল ২১ এপ্রিল। কিন্তু তাঁর মাঝে থাকচ্ছে ১৬ এপ্রিলের ম্যাচ।
পুলিশের অনুমতি পাওয়ার পরই বোর্ডকে জানিয়ে দিয়েছিল সিএবি। সরকারিভাবেই ১৬ এপ্রিলের কথা ঘোষণা হয়েছে। এক দিনের ব্যবধানে ম্যাচ, কেকেআর প্লেয়ারদের জন্য অস্বস্তির হলেও আর কোনও বিকল্প পাওয়া যাচ্ছিল না। এই ম্যাচের তারিখ এগোনোর ফলে আরও একটি ম্যাচের সূচিও বদল করা হল। ১৬ এপ্রিল গুজরাট টাইটান্স বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচ হওয়ার কথা ছিল আমেদাবাদে। কিন্তু সেদিন কলকাতায় ম্যাচ থাকায় টাইটান্স বনাম ক্যাপিটালস ম্যাচটি একদিন পিছিয়ে ১৭ এপ্রিল করা হল।