নিউজ ডেস্ক - এপ্রিল মাসেই প্রচণ্ড গরমে পুড়ছে দেশের একাধিক রাজ্য।আর এখনও মে-জুন বাকি। প্রতি বছরই এই সময় তাপপ্রবাহ একটা বড় উদ্বেগের কারণ হয়। আবার এই গরমের মধ্যেই রয়েছে ভোটও। প্রাকৃতিক এই চ্যালেঞ্জকে সামাল দিতে কতটা তৈরি রয়েছে, তা দেখতে বৃহস্পতিবার দিল্লিতে এক বিশেষ বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন্দ্র, রাজ্য, জেলাস্তরে সমস্ত বিভাগকে সমন্বয় রেখে কাজ করার নির্দেশ দেন তিনি। এইদিনের বৈঠকে ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, আইএমডির প্রতিনিধি এবং জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের কর্মকর্তারা।
প্রধানমন্ত্রী স্বাস্থ্য বিভাগকে বিশেষভাবে তৈরি থাকার নির্দেশ দিয়েছেন। প্রয়োজনীয় ওষুধ, আইস প্যাক, ওআরএস, পানীয় জলের যাতে অভাব না হয়, সেদিকে যে নজর রাখতে হবে স্পষ্ট করে দেন নমো।
এই গরম নিয়ে প্রতিবারই টেলিভিশন, রেডিয়ো এবং সোশাল মিডিয়ার মতো সমস্ত প্ল্যাটফর্মে বিশেষ করে আঞ্চলিক ভাষায় প্রয়োজনীয় প্রচারে জোর দেওয়া হয়। এবারও তা করা হবে। এবার যেহেতু ভোট। এপ্রিলের পর গোটা মে মাসজুড়ে সাত দফায় ভোট চলবে দেশে। ফলে সেদিকটাও মাথায় রেখেই প্রস্তুতি সারতে চাইছে কেন্দ্র। প্রধানমন্ত্রী নিজে অত্যন্ত গুরুত্ব দিয়ে বিষয়টি দেখছেন। আর সে কারণেই এদিন উচ্চপর্যায়ের বৈঠক করেন তিনি।
Tags
India