প্রচারে যাওয়ার সময়ে সিপিএম দম্পতিকে মারধর ও হুমকি দেওয়ার অভিযোগ উঠলো তৃণমূলের বিরুদ্ধে

নিউজ ডেস্ক - প্রচারে যাওয়ার  সময়ে সিপিএম দম্পতিকে বাড়িতে ঢুকে মারধরের অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘোলা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। কিন্তু অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

দমদম লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী সুজন চক্রবর্তীর প্রচার চলছে খড়দহ বিধানসভার পঞ্চায়েত এলাকায়। বিলকান্দা ১ নম্বর পঞ্চায়েতের মহিষপোতা এলাকার সিপিএম কর্মী শ্রীবাস দাস ও তাঁর স্ত্রী সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তীর প্রচার মিছিলে গিয়েছিলেন। আর প্রচার মিছিলে যাওয়ার ‘অপরাধে’ সিপিএম দম্পতিকে বাড়িতে গিয়ে হুমকি ও মারধরের অভিযোগ উঠেছে। কাঠগড়ায় বিলকান্দা ১ নম্বর পঞ্চায়েতের উপপ্রধান প্রবীর দাস ওরফে বাবাই ও তাঁর দলবলের বিরুদ্ধে।

মারধর ও হুমকির ঘটনায় রীতিমতো আতঙ্কিত হয়ে পড়ে সিপিএম দম্পতি। অভিযুক্তদের নামে ঘোলা থানায় অভিযোগ দায়ের করে ওই দম্পতি। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ঘোলা থানার পুলিশ। মারধর ও হুমকির ঘটনা সম্পূর্ণ অস্বীকার করেছে পঞ্চায়েত উপপ্রধান। তৃণমূল কংগ্রেস দাবি করছে যে, সিপিএম ওই দম্পতি প্রচারের আলোয় আসার জন্য তৃণমূল কংগ্রেসের নামে মিথ্যা অভিযোগ করছে।

আক্রান্ত সিপিএম কর্মীর স্ত্রী পাপিয়া দাস বলেন, “আমার বরকে বাজে কথা বলছিল, গালিগালাজ করছিল। আমি বাধা দিতে গিয়েছিলাম। তখন আমার বরকে তো মারেই, সঙ্গে আমাকেও মারধর করে। আমার দেওর তা দেখে বাধা দেওয়ার চেষ্টা করেছিল। ওকেও মারে। আমাদের গোটা পরিবার এখন আতঙ্কিত। ”

বিলকান্দা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান প্রবীর দাস বলেন,  “এটা ভিত্তিহীন ঘটনা। সম্পূর্ণ মিথ্যা কথা বলছে। গ্রামে সিপিএম দেওয়াল লিখেছে, ফ্লেক্স লাগিয়েছে। ওরা প্রচারের আলোয় আসতে চায়, তাই এখন এসব হামলার মিথ্যা কথা বলছে।”

Priyanka Dey

প্রিয়াঙ্কা দে । আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা । পরে খেলাধুলা নিয়ে মিডিয়া জগতে প্রবেশ। বর্তমানে DNN বাংলার ও KKR এর কনটেন্ট টিমে কর্মরত।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন