পশ্চিম এশিয়ায় ইজরায়েল-ইরানের সংঘর্ষ বাধতেই চড়চড়িয়ে বাড়তে শুরু করেছে সোনার দাম

নিউজ ডেস্ক - কয়েকদিন আগে অবধি সোনার দাম কমলেও এইবার আবার নাগালের বাইরে সোনার দাম। পশ্চিম এশিয়ায় ইজরায়েল-ইরানের সংঘর্ষ বাধতেই চড়চড়িয়ে বাড়তে শুরু করেছে সোনার দাম। যুদ্ধের জেরে মধ্যবিত্তের নাগালের বাইরে চলে গিয়েছে সোনা। খুব একটা কম দাম নয় রুপোরও। ৮৬ হাজারের গণ্ডি পার করেছে রুপোর দামও। বৈশাখে রয়েছে বিয়ের মরশুম । আর এই মরশুমে যদি সস্তায়  সোনা কিনতে হয়, তবে ভরসা একমাত্র ১৮ ক্যারেটের সোনা। ২২ বা ২৪ ক্যারেটের সোনার থেকে তুলনামূলকভাবে কম দাম ১৮ ক্যারেটের সোনার। 

আজ, ১৭ এপ্রিল ২২ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ৬৭৯৫ টাকা। ১০ গ্রাম সোনার দাম ৬৭ হাজার ৯৫০ টাকা। ১০০ গ্রাম সোনা কিনতে খরচ পড়বে ৬ লক্ষ ৭৯ হাজার ৫০০ টাকা।

২৪ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৭৪১৩ টাকা। ১০ গ্রাম সোনার দাম ৭৪ হাজার ১৩০ টাকা।

১৮ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৫৫৫৯ টাকা। ১০ গ্রাম সোনা কিনতে খরচ পড়বে ৫৫ হাজার ৫৯০ টাকা।

সোনার দামে পরিবর্তন না হলেও, আজ সামান্য কমেছে রুপোর দাম। ১০০ গ্রাম রুপোর দর আজ রয়েছে ৮৬৫০ টাকা। গতকালের তুলনায় ৫০ টাকা দাম কমেছে। ১ কেজি রুপোর দাম রয়েছে ৮৬ হাজার ৫০০ টাকা। গতকালের তুলনায় ৫০০ টাকা দাম কমেছে।

Priyanka Dey

প্রিয়াঙ্কা দে । আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা । পরে খেলাধুলা নিয়ে মিডিয়া জগতে প্রবেশ। বর্তমানে DNN বাংলার ও KKR এর কনটেন্ট টিমে কর্মরত।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন