নিউজ ডেস্ক - বৈশাখে কাঠফাঁটা গরম আর তার মাঝেই আজ সাতসকালে শীতের পরিবেশ! ঘন কুয়াশায় ঢেকে গেল চারিদিক। আবহাওয়ার এমন পরিবর্তন দেখে অবাক বাঁকুড়ার মানুষ। শুধু বাঁকুড়াই নয়, কলকাতা ও তার সংলগ্ন এলাকাগুলিতেও একই চিত্র দেখা গিয়েছে।
কুয়াশা এতটাই ঘন ছিল যে পঞ্চাশ ফুটের বস্তুও ঠিকমতো দেখা যাচ্ছিল না। ফলে যানবাহনের গতি শ্লথ হয়ে যায়। ট্রেন চলাচলও ধীর গতিতে করে। তবে বেলা বাড়তেই আবার কুয়াশার আস্তরণ সরিয়ে মাথার উপর উঠতে শুরু করেছে গনগনে সূর্য। বাড়তে শুরু করেছে গরমও। আবহাওয়ার এমন পরিবর্তনে রীতিমতো অবাক শহরের মানুষ।
তবে আবহাওয়ার এই পরিবর্তন কিন্তু নতুন কিছু নয়। স্থানীয় ভাবে কুয়াশা তৈরি হয়েই এমন ঘটনা ঘটে। যখন কোনও জায়গায় হঠাৎ জলীয় বাষ্প বেড়ে যায় এবং বাতাসের গতি কমে গেলে, স্থানীয়ভাবে এরকম কুয়াশা তৈরি হয়ে থাকে। এপ্রিলের শুরুতে যখন বাঁকুড়ায় খুব গরম পড়া শুরু করে, তখনও এরকম কুয়াশার খবর এসেছিল। আজ ফের বাঁকুড়া, কলকাতা সহ একাধিক জায়গায় সাতসকালে কুয়াশা দেখা গেল।
Tags
Weather Report