হঠাৎ লাগা আগুনে ঝলসে গেলো দমদমের বস্তি এলাকা

নিউজ ডেস্ক : শনিবার দুপুরে  আগুনে ঝলসে গেল দমদমের বস্তি এলাকা। আগুনের উৎস এখনও স্পষ্ট নয়, তবে আগুন আস্তে আস্তে ছড়াতে ছড়াতে গ্রাস করেছে শতাধিক বাড়ি। বহু পরিবার ঘরছাড়া হয়েছে ইতিমধ্যে । আতঙ্কে কেউ কেউ খালে ঝাঁপ দেন বলেও শোনা যাচ্ছে, তবে হতাহতের কোনও খবর নেই। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ৭টি ইঞ্জিন। তারপরও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়ে ওঠেনি। স্থানীয় বাসিন্দারা বাগজোলা খাল থেকে জল তুলে আগুন নেভানোর চেষ্টা করছে। আগুন লাগার পর বেশ কিছুক্ষণ কেটে গেলেও বস্তির অন্দরে শোনা যাচ্ছে পরপর সিলিন্ডার বিস্ফোরণের শব্দ।

এলাকায় পড়ে রয়েছে অনেক দাহ্য পদার্থ, তার জেরে আগুন আরও ছড়িয়ে পড়ছে বলে জানা যাচ্ছে। বাড়িগুলিতে থাকা একাধিক গবাদি পশুর মৃত্যু হয়েছে বলে সূত্রের খবর।

দমদমের হনুমান মন্দিরের ঠিক পিছনে বস্তিতে আগুন লাগে দুপুর ১২ টা নাগাদ। যশোর রোড থেকেও দেখা যাচ্ছে কালো ধোঁয়া। দমদম থেকে যে ছবি সামনে এসেছে, তা দেখেই বোঝা যাচ্ছে ঘরগুলি পুরো ঝলসে গিয়েছে। সব হারিয়ে বুক ফাটা কান্না কাঁদছেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে যান দমদম লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তী ও তৃণমূল প্রার্থী সৌগত রায়।সুজন চক্রবর্তী বলেন, “কীভাবে আগুন লাগল, এর পিছনে কী কারণ, তা পরে ভাবা যাবে। আপাতত আগুন যাতে দ্রুত নেভানো সম্ভব হয়, সেটাই আমরা দেখছি।” ঘটনাস্থলে গিয়েছেন দমকল মন্ত্রী সুজিত বসু।

Monisha Roy

মনীষা রায়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্যে স্নাতকোত্তর ছাএী।পরবর্তীতে জার্নালিজম নিয়ে পড়াশোনা ।দেশভাগের সাহিত্য আলোচনা।মাঝেমধ্যে একটু আকিবুকি কাটা পাশাপাশি ছন্দ মিলিয়ে কবিতা লেখা।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন