নিউজ ডেস্ক - কলতলা ঘেরাকে কেন্দ্র করে ঝামেলা বেঁধে গেল পূর্বস্থলী থানা এলাকার মুরাগাছার ঘটনা। স্থানীয় তৃণমূলের বুথ সভাপতির দোকানের সামনে একটি টিউবয়েল বসানো আছে। বিজেপির বিরুদ্ধে অভিযোগ, সেই নলকূপ ঘিরে দেওয়াল তুলে দেওয়া হয়েছে যার জন্য দোকান খুলতে পারছেন না বুথ সভাপতি শিবসাগর দাস।
শিবসাগরের অভিযোগটি তুলেন পূর্বস্থলীর কালেখাতলা পঞ্চায়েতের বিজেপি উপপ্রধান দীপঙ্কর দাসের বিরুদ্ধে। তিনি বলেন, “আমার চা, মুদির জিনিসের দোকান। এই দোকান চালিয়ে আমার সংসার চলে। দোকানের সামনে পঞ্চায়েতের একটি টিউবওয়েল, আরেকটি টাইম কল রয়েছে। ওই দোকান যাতে বন্ধ করে দেওয়া যায় সে কারণেই এসব।”
তাঁর আরও দাবি, বিজেপির উপপ্রধান এলাকার লোকজনকে নিয়ে দোকানের সামনে উঁচু পাঁচিল তুলে দিয়েছে। এর জেরে দোকান বন্ধ রাখতে হচ্ছে। তবে পাল্টা জবাবে দীপঙ্কর দাস বলেন, দোকানের সামনে জল নিতে এসে এলাকার মহিলাদের সমস্যার মধ্যে পড়তে হত। খারাপ কথা শুনতে হত। তাই গ্রামবাসীরাই উদ্যোগ নিয়ে পাঁচিল দিয়েছেন। এখানে তাঁর কোনও হাত নেই।
Tags
politics