আন্তর্জাতিক মার্কেটে কমল সোনার দাম


 নিউজ ডেস্ক -  সোনার দাম ফের কমল। আন্তর্জাতিক মার্কেটের কথা বললে এই সপ্তাহের শুরুতেই সোনার দাম কমেছে। গ্লোবাল মার্কেটের সঙ্গে সস্তা হয়েছে ভারতের বাজারেও সোনার দাম। গতকালের তুলনায় কিছুটা কমল সোনার দর। 

কলকাতায় মঙ্গলবার ১০ গ্রাম সোনার দাম ৭৪২৫৫.০ টাকা হয়েছে। সোমবার যা ছিল ৭৪৪৭৭.০ টাকা। গত সপ্তাহে ১০ গ্রাম সোনার দাম ছিল ২৪ তারিখ সোনার দর ছিল ৭২৭৪৪.০ টাকা।

দেশে এদিন ১০ গ্রাম ১৮ ক্যারেট সোনার দাম হয়েছে ৫৪,৪৫০ টাকা। ১০০ গ্রাম ১৮ ক্যারেট হলুদ ধাতুর দাম হয়েছে ৫,৪৪,৫০০ টাকা।

এখন সোনার পাশাপাশি রুপো কেনার প্রতিও ঝোঁক বেড়েছে মানুষের। আজ ১ কেজি রুপোর দাম ৮৩ হাজার ৯০০ টাকা। ১০০ গ্রাম রুপো কিনতে খরচ হবে ৮ হাজার ৩৯০ টাকা।

Priyanka Dey

প্রিয়াঙ্কা দে । আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা । পরে খেলাধুলা নিয়ে মিডিয়া জগতে প্রবেশ। বর্তমানে DNN বাংলার ও KKR এর কনটেন্ট টিমে কর্মরত।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন