রাত পোহালেই রামনবমী, তবে এবারের শোভাযাত্রা হবে শর্তসাপেক্ষ, এমনটাই জানালো কলকাতা হাইকোর্ট




নিউজ ডেস্ক : কড়া নজরদারির সাথে পালিত হবে এবারের রামনবমী।প্রতিবারের মতো এবারেও বিভিন্ন জায়গা থেকে বেরোবে রামনবমীর শোভাযাত্রা। কিন্তু সেটা হবে শর্ত মাফিক। এমনটাই জানিয়েছে কলকাতা হাইকোর্ট। ধর্মীয় বিশ্বাসে থাকবে না কোনো বাধা বিপদ।  সেই কারণবশত হাওড়ায় রাম নবমীর মিছিলের রুট পরিবর্তনের ব্যাপারে রাজ্য দাবি করেছে আদালতের কাছে। 


কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত সোমবার বলেন, প্রত্যেক মানুষেরই নিজের ধর্ম অনুযায়ী অনুষ্ঠান করার অধিকার রয়েছে। তাতে আক্ষেপ করা মোটেই কাম্য নয়। আদালতের পর্যবেক্ষণ, মাত্র ২০০ লোকের শোভাযাত্রা পুলিশের পক্ষে সামাল দেওয়া সম্ভব। বিচারপতি বলেন, “কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভিড় সামাল দেওয়ার নির্দেশ দিচ্ছি।” হাওড়ায় বিশ্ব হিন্দু পরিষদের রাম নবমীর শোভা যাত্রা নিয়ে রাজ্যের ঘোর আপত্তিতে বিচারপতি জয় সেনগুপ্ত বলেন , “রাজ্যের দাবি অনুযায়ী গত বছর এই শোভা যাত্রা ১০ থেকে ১২ হাজার লোক ছিল। একইসঙ্গে সেখানে মারাত্মক গোলমাল হওয়ায় এনআইএ তদন্ত চলছে। কিন্তু এবার তারাই ২০০ লোক নিয়ে শোভা যাত্রার আয়োজন করেছে। তাই এখানে আর রুট বদল বা লোক কমানোর মতো শর্ত দিতে নারাজ হাইকোর্ট।"


এবারের রামনবমীর শোভাযাত্রায় কোলকাতা হাইকোর্টের নিষেধাজ্ঞা :


রাজ্যের যে কোন জায়গা আগত শোভাযাত্রায়  সর্বোচ্চ ২০০ জন থাকতে পারবে।


মিছিল নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে রাজ্য চাইলে কেন্দ্রের কাছ থেকে বাহিনী চাইতে পারবে। তবে সেটা মিছিলের ২৪ ঘণ্টা পূর্বে চাইতে হবে।


বাহিনী মোতায়েনর আবেদন নোডাল অফিসার, আইজি সিআরপিএফ-কেও দিতে হবে।


২০০ জনের বেশি হলে তার দায় থাকবে সংগঠনের ৫ জনের। যারা মিছিল নিয়ন্ত্রণ করবে। তাদের নাম পুলিশকে পূর্বেই জানিয়ে রাখতে হবে।


মিছিলে কোনপ্রকার অস্ত্র এর ব্যবহার করা যাবে না। 


মিছিলে মাত্র  একটি  গাড়ি ব্যবহার করা যাবে। মিছিল চলাকালীন কোনোপ্রকার উসকানিমূলক মন্তব্য করা যাবে না।


ডিজে ব্যবহারে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি। 

Monisha Roy

মনীষা রায়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্যে স্নাতকোত্তর ছাএী।পরবর্তীতে জার্নালিজম নিয়ে পড়াশোনা ।দেশভাগের সাহিত্য আলোচনা।মাঝেমধ্যে একটু আকিবুকি কাটা পাশাপাশি ছন্দ মিলিয়ে কবিতা লেখা।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন