নিউজ ডেস্ক: কয়েকদিনের গরমেই হাঁসফাঁস অবস্থা বঙ্গবাসীর। সকাল থেকেই কার্যত নাজেহাল অবস্থা সাধারণ মানুষের। বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই চড়া রোদে রাস্তায় বেরোনো দায় হয়ে উঠেছে। বৃষ্টির দেখা নেই। এই অস্বস্তিকর পরিস্থিতি থেকে মুক্তি মিলবে কবে। এই পরিস্থিতিতে কি বলছে আবহাওয়া দফতর। দেখে নিন আবহাওয়ার খবর।
হাওয়া অফিস সূত্রে খবর শুক্রবার কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫.৮ ° সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১° বেশি। দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৮.২° সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৩° বেশি।
পাশাপাশি দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দফতর। মূলত পশ্চিমাঞ্চল থেকে শুষ্ক গরম বাতাস আসার কারণে রাজ্যের পশ্চিমের জেলাগুলি যেমন পুরুলিয়া, ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর, দুই বর্ধমান, বাঁকুড়া ও বীরভূমে চলছে তাপপ্রবাহ। এছাড়াও তাপপ্রবাহের মতো পরিস্থিতি রয়েছে দক্ষিণ ২৪ পরগনাতেও। আগামী শনিবার পর্যন্ত কার্যত এই পরিস্থিতিই বহাল থাকবে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর।
সপ্তাহ শেষে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মূলত ৬ ও ৭ তারিখ রাজ্যের সব জেলাতেই কম বেশি বৃষ্টি হতে পারে। বঙ্গোপসাগরের বাতাস প্রবেশ করার কারণেই বৃষ্টি হতে পারে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর।
উত্তরবঙ্গের ক্ষেত্রে আজ ফের বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। শুক্রবার উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি ও কালিম্পং বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে শনিবার উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।