মিনতিদেবী জানান, দুই যুবক এদিন সন্ধ্যায় তাঁর দোকানে আসেন। সিগারেট চান। মিনতিদেবী সামান্য ঝুঁকে সিগারেট বের করতে যাচ্ছিলেন। তিনি বলেন, “হঠাৎই একটা ছেলে আমার গলার হারটা ধরে টান মারে। আমি হাতটা চেপে ধরেওছিলাম। কিন্তু ছিটকে চলে গেল।”
সূত্রের খবর প্রায় ১ ভরির সোনার হার ছিল মিনতি পালের গলায়। প্রথমে কিছুটা থতমত খেয়ে যান তিনি। পরে চিৎকার চেঁচামেচি করতে থাকেন। যা শুনে ছুটে আসেন আশেপাশের লোকজন। তবে ততক্ষণে দুই যুবক পালিয়ে যান। থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় কাউন্সিলরই।
কাউন্সিলর উত্তম বোসের কথায়, “এর আগে ওনার স্বামীর সঙ্গেও এমন ঘটনা ঘটেছিল। হার ছিনতাইয়ের চেষ্টা করলেও অর্ধেকটা নিয়ে পালাতে পেরেছিল সেবার। আজ আবার সেই ঘটনা ঘটল। সন্ধ্যার সময় কেউ থাকে না, ওরা দেখে। এসব নেশাগ্রস্ত ছেলেরা। আমরা চাই পুলিশ উপযুক্ত তদন্ত করে চেন উদ্ধার করুক। মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে।” একইসঙ্গে তিনি বলেন," ভোটের সময় বলে প্রশাসন নির্বাচনী নানা কাজে ব্যস্ত। এরা সেই সুযোগই নিচ্ছে। ডিএসপি হেডকোয়ার্টার শেরপা দর্জে লেপচা জানিয়েছেন অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে।"