পুলিশ সূত্রে খবর, যে ব্যক্তি আদালতের ভিতরেই আত্মহত্যার চেষ্টা করেন, তার নাম শ্রীনীবাস।তিনি মাইসোরের বাসিন্দা। বুধবার তিনি কর্নাটক হাইকোর্টে আসেন। হল ওয়ানের সামনে দাঁড়িয়ে থাকা নিরাপত্তারক্ষীদের হাতে একটি ফাইল ধরিয়ে দিয়ে সোজা আদালত কক্ষের ভিতরে চলে যান। কী হচ্ছে, কিছু বুঝে ওঠার আগেই ওই ব্যক্তি প্রধান বিচারপতির সামনে নিজের গলা কেটে ফেলেন।
তবে পুলিশের তৎপরতায় প্রাণ রক্ষা করা যায় ওই ব্যক্তির। বর্তমানে একটি হাসপাতালে চিকিৎসাধীন তিনি। পুলিশের তরফে জানানো হয়েছে, ওই ব্যক্তির কাছ থেকে কোনও নোট উদ্ধার হয়নি যা থেকে বোঝা যাবে কেন হঠাৎ এমন চরম সিদ্ধান্ত নিলেন তিনি।
গোটা ঘটনায় ইতিমধ্যে স্তম্ভিত প্রধান বিচারপতি আঞ্জারিয়াও। হাইকোর্টে এই ধরনের নিরাপত্তায় গাফিলতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। ছুরি নিয়ে কীভাবে আদালতের ভিতর প্রবেশ করলেন ওই ব্যক্তি, তা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন।কিন্তু কী কারণে হঠাৎ আদালতে এসে প্রধান বিচারপতির সামনে আত্মহত্যার চেষ্টা করলেন ওই ব্যক্তি, তা এখনও জানা যায়নি। আদালতের তরফে ওই ব্যক্তির আনা ফাইল গ্রহণ করতেও অস্বীকার করা হয়েছে যেহেতু তা কোনও আইনজীবীর মাধ্যমে পেশ করা হয়নি।