'রুসলান 'ছবি লঞ্চে এসে কলকাতা বাসীর মন জয় করে নিলেন বলিউড অভিনেতা আয়ুশ শর্মা

 কলকাতা, ২৪ এপ্রিল ২০২৪: ফের বলিউডে সেরা চমক। আয়ুশ শর্মা, বলিউডের একজন খ্যাতিনামা তারকা, 'রুসলান' নামক আসন্ন চলচ্চিত্রের লঞ্চে উপস্থিত থেকে কলকাতাবাসীর মনকে জয় করে নিয়েছেন । আয়ুশ শর্মা তার এই অ্যাকশন-প্যাকড চলচ্চিত্রের জন্য বিপুল সংখ্যক সাড়া পেয়েছে।হার্ট-স্টপিং চেজ সিন থেকে শুরু করে তীব্র লড়াইয়ের সিকোয়েন্স, যে কোনও দিক দিয়ে অসাধারন এই চলচ্চিত্রটি দেশব্যাপী দর্শকদের আনন্দ দেবে তা বলাই বাহুল্য।

ইতিমধ্যেই , সুশ্রী মিশ্রা, জগপতি বাবু, এবং বিদ্যা মালভাদের সঙ্গে তাঁর উপস্থিতি চলচ্চিত্রের আকর্ষণীয় কাহিনী এবং অ্যাড্রেনালাইন-পাম্পিং অ্যাকশন সিকোয়েন্সের জন্য বেশ খ্যাতি অর্জন করেছে । আয়ুশ শর্মা কলকাতা পরিদর্শনের সময় শহরের জীবন্ত সাংস্কৃতিক পরিবেশে নিজেকে বিলিয়ে দিয়েছিলেন। 

স্থানীয় খাবার ও আতিথেয়তায় আনন্দ পান বলিউড অভিনেতা।জমজমাট রাস্তা থেকে আইকনিক ল্যান্ডমার্ক পর্যন্ত, কলকাতা আয়ুষের সাথে অনুরণিত হয়েছে। 'রুসলান', করণ এল বুটানি পরিচালিত এবং শ্রী সত্য সাই আর্টস প্রযোজিত সিনেমাটি দর্শকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি করবে মনে করছে অভিনেতা। আয়ুশ শর্মা কলকাতায় এবং সারা দেশে তাঁর অনুগ্রহ ও ভালবাসার জন্য আভিমুখ ব্যক্ত করেছেন। 'রুসলান' আগামী ২৬শে এপ্রিলে সারাদেশে মুক্তি পাবে।

Monisha Roy

মনীষা রায়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্যে স্নাতকোত্তর ছাএী।পরবর্তীতে জার্নালিজম নিয়ে পড়াশোনা ।দেশভাগের সাহিত্য আলোচনা।মাঝেমধ্যে একটু আকিবুকি কাটা পাশাপাশি ছন্দ মিলিয়ে কবিতা লেখা।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন