নিউজ ডেস্ক : ভোটের সময় দেখা যায় ভোট পাখিদের। পাশাপাশি ভারতের জাতীয় পাখি ময়ূরকে দেখা যায় রাজ্য তথা দেশের বিভিন্ন জায়গায়। প্রশ্ন হচ্ছে তাহলে রাজ্যের জাতীয় পাখিকে কোথায় দেখা যায় বা রাজ্যের পাখিটি কি? প্রতিটি রাজ্যেরই জাতীয় পশু জাতীয়, পাখি ,ফুল , ফল থাকে। তেমনি পশ্চিমবঙ্গেরও রয়েছে। পশ্চিমবঙ্গের জাতীয় পাখি ধলাগলা মাছরাঙা এটি সাদা বুক মাছরাঙা নামেও পরিচিত। এর ইংরেজি নাম হচ্ছে হোয়াইট থ্রোটেড কিংফিশার। পাখিটি দেখতে ভারতের জাতীয় পাখি ময়ূরের থেকে কম সুন্দর নয়। ২৮ সেন্টিমিটার লম্বা মাথা ও ঘাড় গাড় বাদামি রঙের। পিঠ থেকে লেজ গাড় নীল রঙের। এ কারণেই তার নাম হয়েছে ধলাগলা মাছরাঙা । ঠোঁটটা কমলা এবং পা লাল রঙের। পাখিটিকে নেপাল ভুটান তুরস্ক চিনেও দেখা যায়।এছাড়াও গ্রামের দিকে এর নিদর্শন পাওয়া যায়।
আছে ভোট পাখি ,আছে দেশের জাতীয় পাখি তাহলে রাজ্যের জাতীয় পাখি কি?
byMonisha Roy
-
0