নিউজ ডেস্ক : বিতর্কের আরেক নাম দিলীপ ঘোষ। সমালোচনার তুঙ্গে তিনি প্রায়শই থাকেন। ভোট চলাকালীন প্রচারে দেখা যাচ্ছে তাকে প্রায়শই। মঙ্গলবার সকালে অর্থাৎ আজ মহিলাদের সাথে চা চক্রে যোগ দিলেন দিলীপ ঘোষ। আর এই বিরল মুহূর্তের সাক্ষী থাকলেন বর্ধমান শহরের বড়নীলপুর মোড়ের লোকজন। গানে গানে মেতে উঠলেন তিনি। রাজা হিন্দুস্তানির গান 'পরদেশী পরদেশী জানা নেহি ' শোনা গেল দিলীপ ঘোষের কণ্ঠে। যদিও তিনি এই গানটি গাইলেন তৃণমূলকে কটাক্ষ করে। এমনটাই জানালেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। প্রেমিকার বিরহে তো প্রেমিকের গান খুবই প্রাসঙ্গিক। কিন্তু রাজনীতির বিরহে দিলীপ ঘোষের কন্ঠে এই গান আপাতদৃষ্টিতে কোন রোমান্টিক কাহিনী কে কেন্দ্র করে না বরং তার এই গান তৃণমূল কংগ্রেসকে খোচা মেরেই।
বড়নীলপুর মোড়ে চা চক্রে যোগ দিয়েই মাইক্রোফোন হাতে রাজনীতি নিয়ে বক্তব্য রাখার মাঝে বলে ওঠেন , " দুইকোলি গান গাইছি। পরদেশী পরদেশী জানা নেহি/ মুঝে ছোরকে মুঝে ছোরকে এটা আসলে তৃণমূলের জন্য। ওদের বলতে হবে যে অন্য রাজ্য থেকে এসে যেন আমাদের ছেড়ে না চলে যায়" । বিষয়টা হচ্ছে দুর্গাপুর বর্ধমান কেন্দ্রের দিলীপ ঘোষের প্রতিপক্ষ বিশ্বকাপ জয়ী প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদ। তিনি আসলে বিহারের বাসিন্দা। তাকে প্রার্থী হিসেবে ঘোষণা করার পরেই 'বহিরাগত'তকমা দিয়েছে পদ্মফুল। এই দিনের এই গান তাকে কটাক্ষ করেই এমনটাই ইঙ্গিত দিলেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ।