রড বাঁশ নিয়ে হামলা, আক্রান্ত বিধায়ক ও তাঁর দেহরক্ষী, অভিষেকের সভা শেষে ফেরার পথে উত্তেজনা বাগনানে

নিউজ ডেস্ক:  অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা শেষে ফেরার পথে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত বিধায়ক অরুনাভ সেন। বাদ যাননি তার দেহরক্ষীও। দুষ্কৃতীদের রডের আঘাতে মাথা ফাটলো তাঁর । বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন তিনি।


ঘটনাটি ঘটেছে হাওড়ার বাগনান কলেজ মোড় এলাকায়। বিধায়কের পাশাপাশি আহত হয়েছেন আরও ১১ জন। ঘটনায় সিপিএমের উপর দায় চাপিয়েছে তৃণমূল, যদিও তারা তা অস্বীকার করেছে।

সোমবার হাওড়ার বাগনান থানার বাকসি এলাকায় সভা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।   জানা গিয়েছে, সেই সভা শেষ হলে কলেজ মোড়ের একটি চায়ের দোকানে বেশ কয়েকজন তৃণমূল কর্মী চা খাচ্ছিলেন।  অভিযোগ, আচমকাই রড, লাঠি, চেন নিয়ে ওই তৃণমূল কর্মীদের উপর হামলা চালায় বেশ কয়েকজন দুষ্কৃতী।

হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন বিধায়ক অরুনাভ সেন।  অভিযোগ, বিধায়ক পৌঁছতেই দুষ্কৃতীরা তাঁকে ঘিরে  লাঠি নিয়ে চড়াও হয় ।  বিধায়ককে বাঁচাতে গিয়ে তাঁর নিরাপত্তারক্ষী রাজকুমার মাঝিও গুরুতর আহত হন, অভিযোগ, তাঁকে রড-বাঁশ দিয়ে বেধড়ক মারধর করে দুষ্কৃতীরা। এই  ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে পৌঁছয়  তৃণমূলের আরও লোকজন। 

লোকজন  দেখে পালিয়ে যায় দুষ্কৃতীরা। বিধায়ক অরুনাভ সেনের দাবি,  অভিযুক্তরা সিপিএম করে। তিনি বলেন, “বাগনান কলেজ মোড়ে আমাদের কিছু ছেলে চা খাচ্ছিল। আচমকা সিপিএম আশ্রিত দুষ্কৃতীরা ওদের উপর হামলা করে। সিপিএম পঞ্চায়েত সদস্যের নেতৃত্বে এই হামলা হয়েছে। এই খবর পেয়ে আমি যখন ছুটে যাই আমাদের উপরও আক্রমণ করে। আমার দেহরক্ষীকে মারধর করে। ওর চোখে লেগেছে। আসলে সাধারণ মানুষের জনপ্লাবন দেখে ওরা ভয় পেয়েছে। সেই কারণে সাধারণ মানুষের উপর আক্রমণ করছে।”

ঘটনায় আহত ১১জনের চিকিৎসা চলছে বাগনান হাসপাতালে। অন্যদিকে, বিধায়কের দেহ রক্ষীর মাথায় তিনটি সেলাই পড়েছে। অবস্থা গুরুতর। যার জেরে তাঁকে স্থানান্তরিত করা হয়েছে নার্সিংহোমে। 


Shrabani Munsi

শ্রাবণী মুন্সী। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় শান্তিনিকেতন থেকে সংস্কৃত বিষয়ে স্নাতকোত্তর। আকাশবাণী কলকাতার যুববাণী বিভাগের উপস্থাপিকা। সাংবাদিকতার পূর্ব অভিজ্ঞতা রয়েছে। কাজকর্ম ও পড়াশোনার পাশাপাশি আবৃত্তি চর্চা ও গল্পের বই পড়ার অভ্যেস রয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন