'বিনামূল্যে দশটি জ্বালানি গ্যাস' 'নিশ্চিত বাড়ি' সহ একাধিক চমকে ভরা 'দিদির শপথ'; এক নজরে দেখে নিন তৃণমূলের নির্বাচনী ইস্তেহার

 নিউজ ডেস্ক: ২০২৪ লোকসভা নির্বাচনে ভোট গ্রহণ শুরু হতে আর মাত্র কয়েকটা দিন বাকি। এর মধ্যেই বুধবার নির্বাচনী ইস্তেহার প্রকাশ করল রাজ্যের শাসক দল তথা তৃণমূল।


এদিন তৃণমূল ভবনে অমিত মিত্র, ডেরেক ও'ব্রায়েন, চন্দ্রিমা ভট্টাচার্য একটি সাংবাদিক বৈঠক করেন। সেখানেই 'দিদির শপথ' নামে নির্বাচনী ইস্তেহার প্রকাশ করা হয়।

'ইচ্ছাকৃত বঞ্চনা', 'মানুষকে অসম্মান করার মনোভাব', ‘বিরোধীদের কণ্ঠ রোধ’ প্রসঙ্গ উল্লেখ করে BJP-র বিরুদ্ধে বার্তা মমতার, এমনটাই উল্লেখ করা হয় তৃণমূলের পক্ষ থেকে।

অমিত মিত্র বলেন, 'তৃণমূল কংগ্রেস ইন্ডিয়া জোটের সঙ্গে কেন্দ্রীয় সরকার গঠন করা মাত্র এই সমস্ত প্রতিশ্রুতি পূরণে প্রতিজ্ঞাবদ্ধ থাকবে।'

'মোদি গ্যারান্টি' পাল্টা 'দিদির শপথ' ১০০ দিনের কাজ, বাড়ি তৈরি, বিনামূল্যে দশটি গ্যাস সিলিন্ডার সহ একাধিক চমক দেখা যায়। এক নজরে দেখে নিন দিদির দশটি শপথ

বর্ধিত আয়, শ্রমিকের সহায়

দেশের সব জব কার্ড হোল্ডারদের ১০০ দিনের গ্যারান্টিযুক্ত কাজ প্রদান করা হবে।  দেশজুড়ে সমস্ত শ্রমিকদের ন্যূনতম ৪০০ টাকা দৈনিক মজুরি দেওয়া হবে

দেশজুড়ে বাড়ি, হবে সবারই

দেশের সকল দরিদ্র পরিবারের জন্য বাড়ি নিশ্চিত করবে তৃণমূল । প্রত্যেককে নিরাপদ এবং পাকা বাড়ি প্রদান করা হবে।

জ্বালানির জ্বালা কমবে, দেশের জ্বালা ঘুচবে

 এই শপথে বলা হয়েছে প্রত্যেক BPL কার্ড থাকা পরিবারকে বছরে বিনামূল্যে ১০টি  সিলিন্ডার দেওয়া হবে।   এই উদ্যোগকে পরিবেশ বান্ধব  বলে উল্লেখ করা হয়েছে।

অনেক হয়েছে শাসন, এবার দুয়ারে রেশন

সমস্ত রেশন কার্ড হোল্ডারকে  ন্যূনতম ৫ কেজি রেশন প্রদান করা হবে।

আমাদের অঙ্গীকার নিরাপত্তা বাড়বে সবার

 এই ক্ষেত্রে প্রান্তিক পড়ুয়াদের কথা মাথায় রেখে উচ্চশিক্ষা  বৃত্তি বাড়ানো হবে ।  অন্যদিকে বার্ধক্যভাতা বাড়িয়ে বার্ষিক ১২০০০ টাকা করা হবে।

বর্ধিত আয় নিশ্চিত এবার, ফুটবে হাসি অন্নদাতার

 লক্ষ্মীর ভাণ্ডারের ধাঁচে  ইস্তেহারে গোটা দেশের মহিলাদের হাতে মাসিক অর্থ তুলে দেওয়ার কথা বলা হয়েছে।

স্বল্প মূল্যে পেট্রপণ্য, ভারতবর্ষের সকলে ধন্য

এই ক্ষেত্রে পেট্রল ডিজেল এবং LPG  সিলিন্ডারের দাম যথাসম্ভব সাশ্রয় মূল্যে সীমাবদ্ধ করা হবে। দামের ওঠা নামা ঠিক মতো। পরিচালনা করার জন্য প্রাইস স্টেবিলাইজেশন ফান্ড করা হবে।

নিশ্চিত ভবিষ্যৎ অর্জন, যুব শক্তির গর্জন

এই শপথে উল্লেখ করা হয়েছে যে। ২৫ বছর পর্যন্ত সমস্ত স্নাতক এবং ডিপ্লোমা ছাত্রছাত্রীদের তাঁদের দক্ষতা   বাড়াতে ১ বছরের শিক্ষানবিশ প্রশিক্ষন প্রদান করা হবে। এবং‌ শিক্ষানবিশ থাকাকালীন একটি মাসিক বৃত্তি প্রদান করা হবে।

স্বচ্ছ আইন, স্বাধীন ভারত

CAA বিলুপ্ত করা হবে এবং NRC বন্ধ করা হবে।

এগিয়ে বাংলা, এগোবে ভারত

 কন্যাশ্রী প্রকল্পের সঙ্গে সামঞ্জস্য রেখে গোটা দেশের ১৩ থেকে ১৮ বছর বয়সী মেয়েদের শিক্ষার জন্য মাসিক একহাজার টাকা এবং এককালীন ২৫ হাজার টাকা অনুদান দেওয়া হবে। সেইসঙ্গে বাংলার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সঙ্গে সামঞ্জস্য রেখে গোটা দেশের মহিলাদের আর্থিক সাহায্য করা হবে।

প্রসঙ্গত, CAA NRC   সহ ১০০ দিনের কাজের টাকা পেট্রোপণ্যের দাম বৃদ্ধি, জ্বালানি গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে বারবার সরব হতে দেখা গিয়েছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। এবার সেই বিষয়গুলোকে লক্ষ্য রেখেই একাধিক চমক দিল তৃণমূলের নির্বাচনী ইস্তেহার।

Shrabani Munsi

শ্রাবণী মুন্সী। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় শান্তিনিকেতন থেকে সংস্কৃত বিষয়ে স্নাতকোত্তর। আকাশবাণী কলকাতার যুববাণী বিভাগের উপস্থাপিকা। সাংবাদিকতার পূর্ব অভিজ্ঞতা রয়েছে। কাজকর্ম ও পড়াশোনার পাশাপাশি আবৃত্তি চর্চা ও গল্পের বই পড়ার অভ্যেস রয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন