এক দিকে, পশ্চিমের পর দক্ষিণবঙ্গেও তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে। সপ্তাহের শেষে উপকূলেও তাপপ্রবাহের আশঙ্কা। শুক্রবার তাপপ্রবাহের কবলে পড়তে পারে দক্ষিণের ৯ জেলা। ৩৮-৩৯ ডিগ্রিতে পৌঁছতে পারে কলকাতার পারদ। আজ থেকে আরও চড়বে পারদ। ৪১ থেকে ৪২ ডিগ্রিতে পৌঁছতে পারেন তাপমাত্রা।
অন্যদিকে, বৃহস্পতিবার থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। আগামী তিন দিন দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ারে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হাওয়া অফিস বলছে দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় বেশি বৃষ্টি হতে পারে। বাকি এলাকাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস থাকছে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ারও দেখা মিলতে পারে। প্রসঙ্গত, কয়েকদিন আগে জলপাইগুড়ির ময়নাগুড়িতে টর্নেডোর তাণ্ডবে মৃত্যু হয় কমপক্ষে ৫ জনের। আহত একাধিক। তবে উত্তরবঙ্গে জারি রয়েছে বৃষ্টি।