মৌসম ভবন জানাচ্ছে, চলতি সপ্তাহেই কলকাতার তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াসের কাছে পৌঁছে যেতে পারে। সবথেকে বেশি তাপমাত্রার গ্রাফ ঊর্ধ্বমুখী হতে পারে পশ্চিমের জেলাগুলিতে। বিশেষ করে বাঁকপড়ায় তাপমাত্রা ৪০ থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াসের সীমা ছাড়িয়ে যেতে পারে। একই অবস্থা থাকতে পারে পুরুলিয়াতেও। দক্ষিণবঙ্গে গরমের দাপট চলতে থাকলেও উত্তরবঙ্গে রয়েছে বৃষ্টির পূর্বাভাস। আগামী তিন দিন দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ারে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
হাওয়া অফিস আরও জানালো দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় বেশি বৃষ্টি হতে পারে। বাকি এলাকাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস থাকছে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ারও দেখা মিলতে পারে। তবে সপ্তাহান্তে ভিজতে পারে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা। ৬ তারিখের পর উত্তরবঙ্গের পাশাপাশি বৃষ্টি বাড়তে পারে দক্ষিণবঙ্গেও।