কলকাতা থেকে ক্রিকেট বেটিং চক্র চালানোর অভিযোগে গ্রেফতার করা হয়েছে তিন জনকে

নিউজ ডেস্ক - এক বিশেষ অভিযানের সোমবার রাতে কলকাতা থেকে ক্রিকেট বেটিং চক্র চালানোর অভিযোগে গ্রেফতার করা হয়েছে তিন জনকে।পুলিশের কাছে গোপন সূত্র মারফত আগে থেকেই খবর ছিল। সেই মতো বিধাননগর পুলিশের গোয়েন্দা শাখা ও টেকনো সিটি থানার একটি টিম যৌথ অভিযান চালায়। তাতেই এক হাউজ়িং কমপ্লেক্স থেকে পুলিশের হাতে ধরা পড়ে যায় ওই তিন জন। ধৃতদের নাম অভিষেক দাস, রাজেশ দাস ও শিবম কুমার।

প্রাথমিকভাবে পুলিশ সূত্রে খবর, ওই তিনজনের থেকে ১১টি মোবাইল ফোন ও একটি ল্য়াপটপ বাজেয়াপ্ত হয়েছে। পাশাপাশি একটি ডায়েরিও বাজেয়াপ্ত করেছে পুলিশ। জানা যাচ্ছে, ওই ডায়েরিতেই বেটিং সংক্রাবন্ত যাবতীয় অ্যাকাউন্টের ডিটেলস রয়েছে। ওই ডায়েরির থেকে পাওয়া তথ্যের উপর ভিত্তি করেই এই বেটিং চক্রের বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহের চেষ্টা চালাচ্ছেন পুলিশকর্মীরা। পাশাপাশি, ধৃত তিনজনকে জেরা করে এই বেটিং চক্রের সঙ্গে আরও কারা কারা জড়িত রয়েছে, সেই সংক্রান্ত জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।

আরও জানা যাচ্ছে, আজ (মঙ্গলবার) ধৃত তিনজনকে বারাসত আদালতে পেশ করা হবে। উল্লেখ্যযোগ্য বিষয়, যে কোনও বড় খেলার মরশুমেই শহর ও শহরতলির বুকে ডালপালা মেলে ধরার চেষ্টা শুরু করে বেটিং চক্র ও জুয়ারির দল। তবে পুলিশের সজাগ নজরদারির ফলে চেষ্টায় তা অনেকটাই দমানো সম্ভব হয়। আজ ফের একবার আইপিএলের মরশুমে বেটিং চক্রের সঙ্গে জড়িত সন্দেহে তিন জনকে গ্রেফতার করল পুলিশ।

Priyanka Dey

প্রিয়াঙ্কা দে । আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা । পরে খেলাধুলা নিয়ে মিডিয়া জগতে প্রবেশ। বর্তমানে DNN বাংলার ও KKR এর কনটেন্ট টিমে কর্মরত।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন