দুপুর একটা নাগাদ এই ঘাটেই স্নানে এসেছিলেন বিষ্ণু সাউ নামে অন্য এক যুবক। তার সামনেই ঘটে যায় পুরো ঘটনাটি। তিনি বলেন," ওরা চারজন স্নানে নেমেছিল। জোয়ার ছিল সেই সময়। স্নানে নামতে না নামতেই একজন চলিয়ে যান। তাঁকে বাঁচাতে ছুটে যান বাকিরা। তখন চারজনই তলিয়ে যান। শেষে দুজনকে উদ্ধার করা সম্ভব হয়। "
অপরদিকে কার্যত একই ঘটনার প্রতিচ্ছবি দেখতে পাওয়া যায় ত্রিবেণী ঘাটে। তিন বন্ধু স্নানে নেমে তলিয়ে যান দেবোত্তম সাহা (২২) নামে এক যুবক। তাঁর বাড়ি সোনারপুরে। মগরায় মাসির বাড়িতে রয়েছেন দীর্ঘদিন থেকে। খবর পেয়ে এলাকায় আসেন বাঁশবেড়িয়া পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পায়েল বন্দ্যোপাধ্যায়। আসে পুলিশও। দেবোত্তমের বন্ধু অনির্বান বর্ধন বলেন, ওরা টোটো করে ঘাটে আসে। ছবিও তুলছিল অনেক্ষণ। তারপর গঙ্গায় নামে। যদিও সেই সময় ভাটা ছিল। কিছুটা দূরে যেতেই একটা গর্তে পড়ে যায়। তারপর আর উঠতে পারেনি।