নিউজ ডেস্ক : ভোট মেজাজে উত্তপ্ত রাজ্য রাজনীতি। গত ১৯ এপ্রিল থেকেই শুরু হয়ে গেছে গণতান্ত্রিক উৎসব অর্থাৎ লোকসভা নির্বাচন। আবার তারই মধ্যে গত শুক্রবার দ্বিতীয় দফায় ভোটগ্রহণ হয়েছে দেশের ১৩ টি রাজ্যের মোট ৮৯ টি আসনে। এরই মাঝে অভিযোগ উঠে আসছে প্রিসাইডিং অফিসার কে চর মারার। ঘটনাটি ঘটেছে বাগবাসা বিধানসভা কেন্দ্রের ২২ নম্বর ভোট কেন্দ্রে। স্থানীয় সূত্রের খবর , ভোট গ্রহণের শেষ বেলায় বৈধ ভোটার কার্ড ছাড়াই কিছু লোক ভোট দিতে যায়। ঘটনাচক্রে প্রিসাইডিং অফিসাররা তাদের বাধা দেওয়া শুরু করে। তাদের মতে কোন বৈধ পরিচয়পত্র ছাড়া ভোট দেওয়া সম্ভব নয়। প্রিসাইডিং অফিসাররা ভোট দেওয়ার অনুমতি যথারীতি দেয় না। এরপর প্রিসাইডিং অফিসারের বক্তব্য শোনার আগেই বিজেপি নেতা কাজল দাসের নেতৃত্বে আচমকা দুষ্কৃতীরা তার ওপর হামলা চালায় বলে এমনটাই অভিযোগ উঠেছে। কাজল দাস ভোটারদের সামনে অফিসারকে চর মারেন এমনটাই অভিযোগ উঠে এসেছে। একজন সিনিয়র পুলিশ আধিকারিক জানান," ধর্মনগরের সহকারি রিটার্নিং অফিসার কাজল দাসের বিরুদ্ধে অভিযোগ ডায়াল করেছেন"। কদমতলা থানার অফিসার ইনচার্জ জয়ন্ত দেবনাথ জানান ," অভিযোগ ডায়াল করার পরে সেক্টর অফিসার মাইক্রো পর্যবেক্ষকের রিপোর্টের ভিত্তিতে এই ভাইরাল ভিডিও তদন্ত করা হয়েছিল "।পুলিশ জানিয়েছে ," জনপ্রতিনিধিত্ব আইনের ৩৫৩ ৩৩২ এবং ১৩১ ধারার পাশাপাশি ভারতীয় দণ্ডবিধির ৪৪ ধারার অধীনে মামলা দায়ের করা হয়েছে। ইতিমধ্যে পুলিশ ভিডিও ফুটেজটি সংগ্রহ করে এবং তাতে কাজল দাস কে সনাক্ত করা যায়। বাকিদের খোঁজ চালানো হচ্ছে বলে জানা গিয়েছে। কাজল আদৌ ওই অঞ্চলের ভোটার নন। বেআইনিভাবে সেখানে ঢুকেছিল এই ঘটনার সাক্ষী রয়েছে বিরোধী সিপিএম।অন্যদিকে বিষয় টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে বিজেপি।
নির্বাচন চলাকালীন প্রিসাইডিং অফিসারকে চর , মুহূর্তের মধ্যে ভাইরাল ভিডিও গ্রেপ্তার বিজেপি নেতা
byMonisha Roy
-
0