পথ দুর্ঘটনায় মাথায় চোট তৃণমূল প্রার্থী কাকলি ঘোষ দস্তিদারের, নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে

 নিউজ ডেস্ক : ভোটের মুখে দুর্ঘটনার কবলে তৃণমূলের প্রার্থী তথা বিদায়ী সংসদ। নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে।


ভোটের মুখেই দুর্ঘটনার কবলে পড়লেন বারাসাতে তৃণমূল সংসদ কাকলি ঘোষ দস্তিদার। জানা যাচ্ছে মধ্যম গ্রামের দিগবেরিয়ায় বাড়ি থেকে বেরিয়ে দলীয় কার্যালয় যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়ে তার গাড়ি। দুর্ঘটনায় মাথায় চোট পেয়েছেন বারাসাতের বিদায় সংসদ। আঘাত কতটা গুরুতর সেই বিষয়ে স্পষ্ট তথ্য না মিললেও দুর্ঘটনার পরের যে ভিডিও প্রকাশ্যে এসেছে তাতে দেখা যাচ্ছে আইস ব্যাগ নিয়ে তার মাথায় শুশ্রূষা করছেন এক মহিলা নিরাপত্তা কর্মী। ইতিমধ্যেই সংসদ কে বারাসাতের জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য।


প্রাথমিকভাবে জানা যাচ্ছে বুধবার দুপুরে বাড়ি থেকে বেরিয়ে দলীয় কার্যালয়ে যাওয়ার সময় একটি প্রাইভেট গাড়ি ধাক্কা মারে বিদায় সংসদের গাড়িতে। ঘটনায় আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে তৃণমূল সংসদের গাড়ি। গাড়িটির ডানদিকের পিছনের দিকের দরজার বেশ কিছুটা অংশ দুমড়ে গিয়েছে। 

কীভাবে দুর্ঘটনাটি ঘটল, সে বিষয়টি এখনও স্পষ্ট নয়। সাংসদের গাড়িতে এসে কীভাবে ধাক্কা মারল ওই প্রাইভেট গাড়িটি, সেটা নিয়েও ধোঁয়াশা রয়ে গিয়েছে। গোটা বিষয়টি ইতিমধ্যেই খতিয়ে দেখছে পুলিশ।

উল্লেখ্য ২০০৯ সাল, ২০১৪ সাল, ২০১৯ সাল… টানা তিন বার বারাসত লোকসভা আসন থেকে জয়ী হয়ে এলাকার অভিভাবিকা হয়ে উঠেছেন কাকলি ঘোষ দস্তিদার। ২০২৪ লোকসভা নির্বাচনেও তার ওপরেই ভরসা রেখেছে তৃণমূল। ভোটের মুখে অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন তৃণমূলের প্রার্থী কাকলি ঘোষ দস্তিদার।

Shrabani Munsi

শ্রাবণী মুন্সী। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় শান্তিনিকেতন থেকে সংস্কৃত বিষয়ে স্নাতকোত্তর। আকাশবাণী কলকাতার যুববাণী বিভাগের উপস্থাপিকা। সাংবাদিকতার পূর্ব অভিজ্ঞতা রয়েছে। কাজকর্ম ও পড়াশোনার পাশাপাশি আবৃত্তি চর্চা ও গল্পের বই পড়ার অভ্যেস রয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন