নিউজ ডেস্ক প্রচন্ড গরমে অটোতে যাওয়ার সময় অসুস্থ হয়ে মৃত্যু হল এক বৃদ্ধার। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে সোনারপুর এলাকায়।
গরমের কারণে অটোতে যাওয়ার সময় অসুস্থ হয়ে পড়েন এক বৃদ্ধা অটো চালকের প্রচেষ্টায় তাকে সোনারপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করে হাসপাতাল কর্তৃপক্ষ। বৃদ্ধার পরিচয় জানতে সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করেন অটোচালক সেখান থেকেই পরিচয় মিলে বৃদ্ধার।
ঘটনাস্থলে পৌঁছয় সোনারপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর মৃত বৃদ্ধার নাম শাকিলা বিবি। বয়স ৬২। তিনি সোনারপুরের দক্ষিণ জগদ্দল এলাকার বাসিন্দা।
জানা যাচ্ছে মঙ্গলবার চোহাটি যাওয়ার জন্য পেয়ারা বাগান এলাকা থেকে অটোতে উঠেছিলেন ওই বৃদ্ধা। পথেই অসুস্থ হয়ে পড়েন। অটোচালক ও সহযাত্রীদের প্রচেষ্টায় তাকে সোনারপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর দেওয়া হয় সোনারপুর থানায়। পুলিশ সূত্রে খবর ইতিমধ্যেই ওই বৃদ্ধার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।
প্রসঙ্গত প্রচন্ড গরমে পুড়ছে দক্ষিণবঙ্গ। ইতিমধ্যেই পশ্চিমের জেলা গুলোতে ৪০ পার করে ফেলেছে তাপমাত্রার পারদ। বেশ কয়েকটি জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দফতর। দুপুরের ৪-৫ ঘণ্টা সতর্ক হয়ে রাস্তায় বেরোনোর পরামর্শ দিচ্ছেন আবহাওয়া দপ্তরের বিশেষজ্ঞ ও চিকিৎসকরা।