প্রচার গাড়িতেই জ্ঞান হারালেন রচনার প্রচার সঙ্গী, তড়িঘড়ি নিয়ে যাওয়া হল চিকিৎসার জন্য

 নিউজ ডেস্ক: রচনার প্রচার গাড়িতেই অসুস্থ হয়ে পড়লেন তাঁর প্রচারসঙ্গী। তড়িঘড়ি নিয়ে যাওয়া হল চিকিৎসার জন্য।



শিয়রে লোকসভা নির্বাচন তাই প্রচন্ড দাবদাহকে উপেক্ষা করেই চলছে ভোটে দাঁড়ানো প্রার্থীদের জনসংযোগ ও ভোট প্রচার। প্রার্থীদের সঙ্গেই প্রচারে থাকছেন এলাকার দলীয় কর্মচারী ও নেতৃত্বরা। আর এবার প্রচার চলাকালীন গরমের কারণে অসুস্থ হয়ে গাড়িতেই জ্ঞান হারালেন তৃণমূল প্রার্থী রচনা বন্দোপাধ্যায়ের সঙ্গে প্রচারে থাকা বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারনম্যান আদিত্য নিয়োগী।


হুড খোলা গাড়িতে বাঁশবেড়িয়া এলাকায় প্রচারে বেরিয়েছিলেন তৃণমূলের তারকা প্রার্থী রচনা বন্দোপাধ্যায়। প্রচন্ড রোদ্দুরে তারকা প্রার্থীর মাথার ওপর ধরা তৃণমূলের প্রতীক চিহ্ন আঁকা বড় একটি ছাতা। সেই গাড়িতে রচনার সঙ্গেই ছিলেন বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারনম্যান আদিত্য নিয়োগী। প্রচণ্ড রোদ্দুরে আচমকাই রচনার প্রচারের গাড়িতেই অসুস্থ হয়ে জ্ঞান হারান আদিত্যবাবু। সঙ্গে সঙ্গে তাঁকে বিধায়ক তপন দাশগুপ্তর গাড়িতে নিয়ে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।

দলীয় নেতা অসুস্থ হওয়ার ঘটনায় রচনা বলেন,সত্যিই খুব কষ্ট। কিছু করার নেই। সবাই তো করছে। এত মানুষ কষ্ট করে দাঁড়িয়ে আছেন। তাঁদের জন্য তো আমাদের কিছুটা দায়বদ্ধতা থাকে।’

পাশাপাশি নেতা অসুস্থ হওয়ার ঘটনায় পরিবেশ সচেতনতার কথাও শোনা গেল নবাগতা তৃণমূলের প্রার্থী রচনা বন্দোপাধ্যায়ের মুখে।

উল্লেখ্য, ২০২৪ লোকসভা নির্বাচনে হুগলি লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী করেছে দলের নতুন সদস্য অভিনেত্রী রচনা বন্দোপাধ্যায় কে। তিনি আবার ছোট পর্দার দিদি নম্বর ১। নাম ঘোষণার পর থেকেই গরমের মধ্যেও জোরকদমে প্রচারে নেমে পড়েছেন প্রার্থী  এদিন বাঁশবেড়িয়ার হংসেশ্বরী মন্দিরে পুজো দিয়ে প্রচার কর্মসূচি শুরু করেন তিনি। বাঁশবেড়িয়া থেকে ডানলপ কোয়ার্টার পর্যন্ত চলে জনসংযোগ কর্মসূচি।

Shrabani Munsi

শ্রাবণী মুন্সী। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় শান্তিনিকেতন থেকে সংস্কৃত বিষয়ে স্নাতকোত্তর। আকাশবাণী কলকাতার যুববাণী বিভাগের উপস্থাপিকা। সাংবাদিকতার পূর্ব অভিজ্ঞতা রয়েছে। কাজকর্ম ও পড়াশোনার পাশাপাশি আবৃত্তি চর্চা ও গল্পের বই পড়ার অভ্যেস রয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন