রবিবার থেকেই শুরু হয়েছে বৃষ্টি। উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম-কম বেশি সব জেলাই বৃষ্টিতে ভিজেছিল গতকাল। আজ, সপ্তাহের শুরুতেও সেই বৃষ্টির রেশ থাকবে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২ থেকে ৩ ঘণ্টার মধ্যেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণায়।
মৌসম ভবনের তরফ থেকে জানানো হয়েছে, বঙ্গোপসাগরের উপর থেকে জলীয় বাষ্প এবং ওড়িশার উপরে থাকা নিম্নচাপ অক্ষরেখার জন্যই বৃষ্টি হচ্ছে জেলায়-জেলায়। পশ্চিমের জেলা ও উপকূলের জেলাগুলিতে বৃষ্টিপাত বেশি হওয়ার সম্ভাবনা। তবে আগামী ৯ ও ১০ তারিখ বৃষ্টিপাত কিছুটা কমে যাবে। আবার ১১ তারিখ থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে আগামী চার থেকে পাঁচ দিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাই দিনের বেলায় তাপমাত্রা প্রায় ৫থেকে ৬ ডিগ্রি কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাপপ্রবাহ থেকে সামান্য হলেও স্বস্তি পাওয়া যাবে এই সপ্তাহে।নদীয়াতেও আগামী ২ থেকে ৩ ঘণ্টার মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই বিভিন্ন স্থানে জারি করা হয়েছে হলুদ সর্তকতা।