উল্লেখ্যযোগ্য বিষয়, একদিকে পাহাড় থেকে এবারও বিজেপি প্রার্থী করেছে বিদায়ী সাংসদ রাজু বিস্তাকে। তাঁর বিরুদ্ধে আবার ভোটে মনোনয়ন জমা দিয়েছেন কার্শিয়াঙের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা। অর্থাৎ, সেক্ষেত্রে পাহাড়ে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে সরাসরি লড়াইয়ে নেমেছেন বিজেপিরই এক ‘অভিমানী’ বিধায়ক।
অপরদিকে দার্জিলিং লোকসভা আসন থেকে তৃণমূল আবার প্রার্থী করেছে গোপাল লামাকে। এবার কংগ্রেসও তাদের প্রার্থী ঘোষণা করে দিল পাহাড়ের জন্য। গত সপ্তাহেই হামরো পার্টির প্রধান অজয় এডওয়ার্ড দিল্লিতে উড়ে গিয়েছিলেন। সঙ্গে গিয়েছিলেন মুনীশ তামাঙও। সেখানে কংগ্রেসের সঙ্গে এক যৌথ সাংবাদিক বৈঠকে আনুষ্ঠানিকভাবে বিরোধীদের ইন্ডিয়া জোটে সামিল হয়েছিল হামরো পার্টি। ইন্ডিয়া জোটকে সমর্থনের কথা বলেছিলেন অজয় এডওয়ার্ড। সেই সাংবাদিক বৈঠক থেকেই অজয় এডওয়ার্ডের উপস্থিতিতে কংগ্রেসে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন মুনীশ তামাঙ।