হওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী রবিবার সকালে দেখা মিলল বৃষ্টির

নিউজ ডেস্ক - হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী রবিবার সকালে বৃষ্টির দেখা পাওয়া গেল। সকাল ৬টা থেকে সাড়ে ৬টা নাগাদ খানিক রোদের দেখা মিললেও সকাল ৭ টার সময়ে মেঘ দেখা দিল আকাশে। কলকাতা ও পার্শ্ববর্তী সব জেলাতেই দেখা মিলল মেঘলা আকাশের। তীব্র দাবদাহ কাটিয়ে সকাল থেকেই শুরু হয়ে গেল বৃষ্টি। সাত সকালেই বজ্রবিদ্যুৎ সহ প্রবল ঝড়-বৃষ্টি শুরু হয়ে গেল তারকেশ্বর-সহ হুগলি জেলার বিভিন্ন এলাকায়। কালো মেঘে ঢেকে গিয়েছে চারপাশ। বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টিপাত চলছে আরামবাগেও। 

হাওয়া অফিস বলছে আগামী কয়েক ঘণ্টার মধ্যেই বাঁকুড়া, বীরভূম, পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমানেও ঝড়-বৃষ্টি শুরু হয়ে যাবে। বৃষ্টির পূর্বাভাস রয়েছে পূর্ব মেদিনীপুর, কলকাতা, উত্তর ২৪ পরগনার কিছু এলাকায় এবং জারি করা হয়েছে হলুদ সতর্কতা।

প্রসঙ্গ অনুযায়ী, বিগত কয়েকদিন ধরেই কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ঘোরাফেরা করছে। অন্যদিকে শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করছে ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। অন্যদিকে পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি ছুঁয়ে ফেলেছে। এবার বৃষ্টিতে সেই তাপমাত্রা কিছুটা হলেও কমবে বলে মনে করা হচ্ছে। হাওয়া অফিস বলছে, আগামী কয়েকদিনের মধ্যেই গোটা রাজ্যের সব জেলার তাপমাত্রাই ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যাবে। তবে বৃষ্টি শুধু যে দক্ষিণবঙ্গে হচ্ছে এমনটা নয়। বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের সব জেলাতেই। উপরের দিকের জেলাগুলিতে বেশি বৃষ্টি হলেও জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের মতো জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

Priyanka Dey

প্রিয়াঙ্কা দে । আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা । পরে খেলাধুলা নিয়ে মিডিয়া জগতে প্রবেশ। বর্তমানে DNN বাংলার ও KKR এর কনটেন্ট টিমে কর্মরত।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন