নিউজ ডেস্ক- প্লাস্টিকের ভিতর থেকে উদ্ধার হল মহিলার কাটা মুণ্ড, হাত। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে খিদিরপুরের সত্য ডাক্তার রোড এলাকায়। শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও পর্যন্ত সম্পূর্ণ দেহ পাওয়া যায়নি। খবর পেয়ে ঘটনাস্থসে গিয়েছে ডিসি পোর্ট। রয়েছে হোমিসাইড শাখার তদন্তকারীরা।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার দুপুরের পর সত্য ডাক্তার রোড এলাকায় পরিত্যক্ত জায়গায় তিনটি প্লাস্টিক পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। প্লাস্টিক তিনটির ওপর দিয়ে মাছি ঘুরে বেড়াচ্ছিল। সেটা দেখে সন্দেহ হয় স্থানীয় বাসিন্দারা। স্থানীয় ওয়াটগঞ্জ থানায় খবর দেন স্থানীয় বাসিন্দারা। পুলিশ গিয়ে তিনটি প্লাস্টিক উদ্ধার করে। প্লাস্টিকের মুখ খুললে দেখা যায়, তার মধ্যে এক মহিলার কাটা মুণ্ড রয়েছে। আর বাকি দুটিকে কাটা দুটো হাত। শরীরের অংশ টুকরো টুকরো করে কেটে প্লাস্টিকে মুড়িয়ে ফেলে দেওয়া হয়েছে।
প্রাথমিক তদন্ত করে পুলিশের মনে অফিস, কোথাও খুন করে প্রমাণ লোপাটের জন্য দেহ টুকরো টুকরো করে কেটে ফেলে রেখে যাওয়া হয়েছে। তদন্তকারী জানাচ্ছেন, এটি মহিলার দেহ। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থলে গিয়েছেন ডিসি পোর্ট।
Tags
Crime