গ্রীষ্মকালে জঙ্গলের ঝরা পাতায় প্রায় আগুন লাগিয়ে দেওয়ার ঘটনা ঘটে। সেই আগুন নিয়ন্ত্রণে হিমশিম খেতে হয় বন দফতরকে। বারেবারে সচেতনতা প্রচার করেও একশ্রেণির মানুষদের কিছুতেই সচেতন করা যাচ্ছে না। সূত্রের খবর, খাগ জুনিয়র হাইস্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র সৌম্য কর্মকার স্কুলে যাওয়ার জঙ্গলপথের ধারে শুকনো ঝরা পাতায় আগুন জ্বলতে দেখে। আগুন দ্রুত ছড়িয়ে পড়তে দেখে আর নির্বিকার থাকতে পারেনি সৌম্য। প্রাণপণে সে স্কুলে ছুটে গিয়ে খবর দেয় অন্যান্য পড়ুয়া ও শিক্ষকদের। এরপর হাতের কাছে গাছের ডাল,ধুলো যে যা পারে তা নিয়ে ছুটতে থাকে ঘটনাস্থলে। জীবনের ঝুঁকি নিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে তারা। বেশ কিছুক্ষণের চেষ্টায় অবশেষে আগুন নিয়ন্ত্রণে আসে। পুঁথিগত বিদ্যার বাইরে বেরিয়ে স্কুলের খুদে পড়ুয়াদের এই পরিবেশ সচেতনতা অবাক করেছে এলাকার মানুষকে। প্রশংসা করেছে বন দফতরও।
এই প্রসঙ্গে অঙ্কনা ঘোষ নাম এক খুদে পড়ুয়া বলে, “আমরা পরীক্ষা দিতে এসেছিলাম। দেখি সৌম্য ছুটে আছে। হাঁপাচ্ছে। আমরা বললাম কী হয়েছে রে? বলল আর বলিস না জঙ্গলে আগুন লেগেছে। স্যারকে বলি। স্যারও দৌড়ে গেল। তারপর যা পেলাম তাই দিয়েই আগুন নেভানোচ চেষ্টা করলাম। গাছপালা মরে গেলে আমাদেরও তো ক্ষতি।”