লোকসভা নির্বাচনের সময় দূরদর্শনের লোগোর রং বদল, হতবাক সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়

 


রং নিয়ে শুরু হয়েছে তরজা! লোকসভা নির্বাচন চলাকালীন দূরদর্শনের লোগোর রং বদল.....


নিউজ ডেস্ক : ১৯৫৯ সালে দূরদর্শন এর সূচনা হওয়ার পর থেকে তার লোগোতে বেশ কিছু পরিবর্তন হয়েছে। দূরদর্শনের লোগোর নীল রঙ বদলে গেরুয়া করা হয়েছে , তা নিয়ে অনেক চর্চা হচ্ছে রাজনৈতিক মহল থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে। একাংশের দাবি এই রঙ পরিবর্তনে রাজনীতির রং লেগে গেছে। 


বিজেপির  নির্বাচন ঘোষণার পর থেকে এবং আচরণবিধির জারি হওয়ার পর এই রং বদল কেন ? তা নিয়ে শনিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষোভ প্রকাশ করেন । তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন , " সারাদেশে যখন জাতীয় নির্বাচন চলছে তখন আমাদের দূরদর্শনের লোগো হঠাৎ জাফরানিকরন এবং রং পরিবর্তনে আমি হতবাক। এটা একেবারে অনৈতিক চরমভাবে বেআইনি এবং পাবলিক ব্রডকাস্টারের বিজেপি পন্থী পক্ষপাতের কথা উচ্চস্বরে ধ্বনিত হচ্ছে। ভারতের নির্বাচন কমিশন কিভাবে এই জাফরানপন্থীদের আদর্শ আচরণ বিধি লঙ্ঘনের অনুমতি দিতে পারে? যখন জনগণ নির্বাচন পরিস্থিতিতে রয়েছে ইসিআইকে অবিলম্বে এটি বন্ধ করতে হবে এবং দূরদর্শনের আসল রং নীল রঙে ফিরে যেতে এই পরিবর্তনটি এই পরিবর্তন করতে হবে "।পাশাপাশি তিনি এর আগেও গ্রামীণ স্বাস্থ্য মিশনের স্বাস্থ্য কেন্দ্রের রং গেরুয়া করার নির্দেশ কেন্দ্সরকার দিয়েছিল বলে তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জির অভিযোগ।  তৃণমূল সুপ্রিমো বলেন , "আমি কোন ভাবেই কেন্দ্রের নির্দেশে গ্রামীণ স্বাস্থ্য মিশনের রং গেরুয়া করবো না তোমরা মেট্রো রেল স্টেশন গুলো গেরুয়া করে দিয়েছো "। 



পাশাপাশি জওহর সিরকার পসার ভারতীয় একজন প্রাক্তন সিইও লোগো পরিবর্তনের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি এটিকে 'জাফরানি করণ 'হিসেবে চিহ্নিত করেছেন। তার সাথে তিনি মন্তব্য করেছেন ,"জাতীয় সম্প্রচারকারি দূরদর্শন তার ঐতিহাসিক ফ্ল্যাগসিপ লোগো কে জাফরান রং করেছে একজন প্রাক্তন সিইও হিসেবে আমি সতর্কতার সাথে জাফরানি করণ দেখেছি। এটি প্রসার ভারতী নয় এটা প্রচার ভারতী "। সিরকারের মন্তব্য গুলি দূরদর্শনের অনুভূত নিরপেক্ষতা এবং স্বাধীনতাকে ঘিরে প্রশ্ন উঠেছে ।

Monisha Roy

মনীষা রায়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্যে স্নাতকোত্তর ছাএী।পরবর্তীতে জার্নালিজম নিয়ে পড়াশোনা ।দেশভাগের সাহিত্য আলোচনা।মাঝেমধ্যে একটু আকিবুকি কাটা পাশাপাশি ছন্দ মিলিয়ে কবিতা লেখা।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন