মহিলারা পছন্দ করছেন না; কাঞ্চন মল্লিককে নিজের প্রচার গাড়ি থেকে নামিয়ে দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়

 উত্তরপাড়া তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিককে প্রচার গাড়ি থেকে নামিয়ে দিলেন শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। গাড়ি থেকে নেমে তৃণমূল সমর্থকের বাইকে চেপে প্রচার স্থান ছেড়ে বেরিয়ে যেতে দেখা যায়। কাঞ্চনকে, তৃণমূল সূত্রের খবর কলকাতায় ফিরে গিয়েছেন তিনি ঠিক কি কারণে কাঞ্চনের সঙ্গে এই ব্যবহার করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়?


শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের বিদায় সংসদ তথা তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের দাবি কাঞ্চনকে দেখলে মহিলারা 'ভীষণ রিঅ্যাক্ট' করছেন তারা ভালোভাবে নিচ্ছেন না । তাই তিনি কাঞ্চনকে তাঁর সঙ্গে গ্রামে প্রচারে যেতে মানা করেছেন।

শ্রীরামপুর কেন্দ্রের দীর্ঘদিনের সংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ২০২৪ তিনি ওই কেন্দ্র থেকেই প্রার্থী। আসন্ন লোকসভা ভোটের ফের একবার তার জনপ্রিয়তা যাচাই করে নিতে প্রায় প্রতিদিনই প্রচারের ময়দানে দেখা যাচ্ছে কল্যান বন্দ্যোপাধ্যায় কে। সেই মতোই বৃহস্পতিবার সকালে কোন্নগর স্টেশন রোড এলাকার পার্টি অফিস থেকে প্রচার শুরু করেছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। উদ্দেশ্য ছিল কোন্নগর নবগ্রাম পঞ্চায়েত এলাকায় জনসংযোগ। তার প্রচার গাড়িতে অন্যান্য নেতা-নেত্রীদের সঙ্গে উপস্থিত ছিলেন উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিক।

কাঞ্চনকে দেখেই তাকে প্রচার গাড়ি থেকে নেমে যেতে বলেন কল্যাণ। তিনি চাননি কাঞ্চন তার প্রচারে থাকুক। এ কথা কাঞ্চনকে জানানোর পরেই তাকে প্রচার গাড়ি থেকে নেমে যেতে দেখা যায় এবং তারপর তৃণমূলের এক সমর্থকের বাইকে চেপে এলাকা ছাড়েন কাঞ্চন।

এ বিষয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন,"উনি মনঃক্ষুণ্ণ হয়েছেন কি হননি, আমি জানি না। আমি ওঁকে নিয়ে আগেও প্রচার করেছি। আমার সঙ্গে যখন প্রচারে বেরোচ্ছেন তখন গ্রামের মহিলারা কিন্তু ভীষণ রিয়্যাক্ট করছেন। আমি ওঁকে আগেই বলে দিয়েছিলাম, ‘গ্রামে এসো না।’ আর আমার সঙ্গে প্রচারে শুধু কেন থাকছেন? এক জন বিধায়ক, তিনি তো নিজেও প্রচার করতে পারেন, তা তো করছেন না। আমি ব্যক্তিবিশেষের জন্য নই, আমি সমষ্টিগত মানুষের জন্য। এক জনের সুখের জন্য আমি সমষ্টিগত মানুষকে কষ্ট দিতে পারব না।"

যদিও এই বিষয়ে কাঞ্চনের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

উল্লেখ্য কাঞ্চনের ব্যক্তিগত জীবন এখন যথেষ্ট চর্চায় রয়েছে।  দ্বিতীয় স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর তিনি খুব সম্প্রতি অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজের সঙ্গে বিবাহ সূত্রে আবদ্ধ হয়েছেন। ব্যক্তিগত জীবনী রাজনৈতিক কাজে বাধা সৃষ্টি করছে? উঠছে প্রশ্ন।

Shrabani Munsi

শ্রাবণী মুন্সী। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় শান্তিনিকেতন থেকে সংস্কৃত বিষয়ে স্নাতকোত্তর। আকাশবাণী কলকাতার যুববাণী বিভাগের উপস্থাপিকা। সাংবাদিকতার পূর্ব অভিজ্ঞতা রয়েছে। কাজকর্ম ও পড়াশোনার পাশাপাশি আবৃত্তি চর্চা ও গল্পের বই পড়ার অভ্যেস রয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন