রামলালার সূর্যাভিষেক ভার্চুয়াল মাধ্যমে দেখলেন প্রধানমন্ত্রী , সেই দৃশ্য দেখার পর আবেগপ্রবণ হয়ে পড়েন

 নিউজ ডেস্ক - রামলালার প্রাণ প্রতিষ্ঠার সময় গর্ভগৃহে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু এবার রামলালার সূর্যাভিষেক ভার্চুয়াল মাধ্যমে  দেখলেন প্রধানমন্ত্রী। ভোটের প্রচারে বর্তমানে ব্যস্ত রয়েছেন মোদী। প্রচারের কাজেই এদিন অসমের নলবাড়িতে গিয়েছেন তিনি। সেখান থেকেই ট্যাবলেটের মাধ্যমে পুরো বিষয়টা দেখেন তিনি। এদিন রামনবমী উপলক্ষে বিশেষ আয়োজন করা হয়েছিল রাম মন্দিরে। ঠিক দুপুর ১২ টার সময় মন্দিরের গর্ভগৃহে একেবারে রামলালার কপালে গিয়ে পড়ে সেই সূর্যের আলো। এক্স মাধ্যমে মোদী লিখেছেন, সেই দৃশ্য দেখার পর আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি।

এদিন নলবাড়িতে একটি জনসভায় যোগ দেন মোদী। তিনি এক্স মাধ্যমে লিখেছেন, "নলবাড়ির সভার পর রামলালার সূর্যতিলক দেখলাম। কোটি কোটি ভারতবাসীর মতো এটা আমার জন্যও অত্যন্ত আবেগের বিষয়। অযোধ্যার এই রাম নবমী ঐতিহাসিক।"

প্রধানমন্ত্রী আরও লিখেছেন, “এই সূর্য তিলক আমাদের জীবনে যেন শক্তি নিয়ে আসে, দেশকে যেন নতুন উচ্চতায় পৌঁছে দেয়।”

আয়না ও লেন্স ব্যবহার করে বিশেষ প্রযুক্তিতে এ সূর্যতিলক বা সূর্যাভিষেকের ব্যবস্থা করা হয়েছিল। উল্লেখ্য, এদিন নলবাড়ির জনসভাতেও মোদী মনে করিয়ে দেন, ৫০০ বছর পর কীভাবে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয়েছে।


Priyanka Dey

প্রিয়াঙ্কা দে । আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা । পরে খেলাধুলা নিয়ে মিডিয়া জগতে প্রবেশ। বর্তমানে DNN বাংলার ও KKR এর কনটেন্ট টিমে কর্মরত।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন