কেকেআর শিবিরে ছড়ালও ধোঁয়াশা , ধোঁয়াশা রইল দুই রানাকে নিয়ে

নিউজ ডেস্ক - পরপর তিনটি ম্যাচে জিতে ১৭তম আইপিএলের পয়েন্ট টেবলের শীর্ষে রয়েছে শ্রেয়স আইয়ারের কলকাতা নাইট রাইডার্স। নাইটদের পরবর্তী ম্যাচ সোমবার রাতে, এমএ চিদাম্বরম স্টেডিয়ামে। আপাতত চেন্নাইয়ে পৌঁছে অনুশীলন শুরু করে দিয়েছে গৌতম গম্ভীরের টিম। নাইট মেন্টর হয়ে গৌতম গম্ভীর ফেরার পর টানা ৩ জয়ের মুখ দেখল কেকেআর। স্বাভাবিকভাবেই টিমের সদস্য ও সমর্থকদের জন্য যা বেশ খুশির। কিন্তু নাইট শিবিরে ছড়িয়ে রয়েছে ধোঁয়াশা। আর সেই ধোঁয়াশার কারণ হল  নীতীশ রানা (Nitish Rana) এবং হর্ষিত রানা (Harshit Rana)।

 কেকেআরের সহ-অধিনায়ক নীতীশ রানা। এ বারের আইপিএলে তিনি মাত্র ১টি ম্যাচ খেলেছিলেন। ইডেনে প্যাট কামিন্সের সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে। মাত্র ৯ রান করেছিলেন। তারপর নাইটদের পরের ২টি ম্যাচে নীতীশ রানাকে খেলতে দেখা যায়নি। হঠাৎ কেন রানা নেই কেকেআরের একাদশে সেই নিয়ে খোঁজ পড়েছিল। এরপর জানা যায় নীতীশ রানার আঙুলে চোট রয়েছে। তাঁর হেলথ আপডেট অবশ্য জানিয়েছেন নাইটদের নতুন তারকা অঙ্গকৃশ রঘুবংশী। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে বিশাখাপত্তনমে কেকেআরের ম্যাচের পর তিনি জানিয়েছিলেন, তাঁর হাফসেঞ্চুরির পর সেলিব্রেশন নীতীশ রানার জন্য ছিল। কারণ তিনি চোটের কারণে খেলতে পারছেন না।

 আর ২০২৪ এর আইপিএলে ইডেনে কেকেআরের হিরো হয়ে ওঠা হর্ষিত রানাকে নিয়ে সৃষ্টি হয়েছে জল্পনা । হায়দরাবাদের বিরুদ্ধে কেকেআরের মরসুমের প্রথম ম্যাচে ৩ উইকেট নিয়েছিলেন হর্ষিত রানা। তারপর আরসিবির বিরুদ্ধে হর্ষিত ২ উইকেট নিয়েছিলেন। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে টিমে ছিলেন, কিন্তু খেলেননি। কারণ হিসাবে টিমের পক্ষ থেকে কিছু জানানো না হলেও, কেকেআরের ক্রিকেটাররা যখন চেন্নাইয়ে পৌঁছান সেই সময় হর্ষিতের এক ছবি ভাইরাল হয়েছে। বিমানবন্দর থেকে হর্ষিত বেরোনোর সময় দেখা যায় ডান হাতে সাপোর্টের জন্য একটি স্লিং পরে রয়েছেন তিনি। যা থেকে ধোঁয়াশা বাড়ছে যে তিনিও কি চোট পেয়েছেন ?

Priyanka Dey

প্রিয়াঙ্কা দে । আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা । পরে খেলাধুলা নিয়ে মিডিয়া জগতে প্রবেশ। বর্তমানে DNN বাংলার ও KKR এর কনটেন্ট টিমে কর্মরত।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন