হাতে হাত রেখে একসঙ্গে হাঁটবেন সেলিম- অধীর, বৃহস্পতিবারই ধরা দেবেন এক ফ্রেমে

 নিউজ ডেস্ক:  কোনোরকম বৈঠক ছাড়াই ফোনে ফোনেই জোটের কথা সেরে ফেলেছেন তারা। ২০২৪ লোকসভা নির্বাচনে ৪২ টি আসনের অন্তত ৩৯ টি আসনে বাম- কংগ্রেসের সমঝোতা স্পষ্ট। তবে প্রচার বা প্রার্থীতালিকা ঘোষণা কোন ক্ষেত্রেই এখনও পর্যন্ত দু দলের শীর্ষ নেতাদের একসঙ্গে দেখা যায়নি। এবার তা দেখা যাবে। বৃহস্পতিবার ই পাশাপাশি হাঁটবেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী আর সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।


 

আসন্ন লোকসভা নির্বাচনে মুর্শিদাবাদ কেন্দ্র থেকে লড়ছেন মহম্মদ সেলিম আর ঠিক তার পাশের কেন্দ্র বহরমপুর থেকে লড়াই করবেন অধীর রঞ্জন চৌধুরী।

বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেবেন মহম্মদ সেলিম ও জঙ্গীপুরের কংগ্রেস প্রার্থী মোর্তাজা হোসেন (বকুল)।  দুই কেন্দ্রেই ভোট হবে আগামী ৭ ই মে। 

সেলিমের মনোনয়ন জমা কর্মসূচীতে তার পাশে থাকবেন অধীর। হাতে হাত রেখে একসঙ্গে হাঁটতে দেখা যাবে দুই নেতাকে।

অন্যদিকে অধীরের কেন্দ্র বহরমপুরে ভোটগ্রহণ ১৩ ই মে।তিনি আরও কয়েকদিন পর মনোনয়ন জমা দেবেন।সেখানে উপস্থিত থাকবেন সেলিম এমনটাই জানা যাচ্ছে।


Shrabani Munsi

শ্রাবণী মুন্সী। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় শান্তিনিকেতন থেকে সংস্কৃত বিষয়ে স্নাতকোত্তর। আকাশবাণী কলকাতার যুববাণী বিভাগের উপস্থাপিকা। সাংবাদিকতার পূর্ব অভিজ্ঞতা রয়েছে। কাজকর্ম ও পড়াশোনার পাশাপাশি আবৃত্তি চর্চা ও গল্পের বই পড়ার অভ্যেস রয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন