লোকসভা নির্বাচনের লড়াইয়ে নামছেন না প্রিয়াঙ্কা গান্ধী, অমেঠি রায়বেরিলি দুই কেন্দ্রের প্রার্থী জল্পনা জিইয়ে রাখলো কংগ্রেস

নিউজ ডেস্ক:  আসন্ন ২০২৪ লোকসভা নির্বাচনে লড়াই করবেন না প্রিয়াঙ্কা গান্ধী। এমনই খবর মিলেছে সূত্র মারফত । শোনা যাচ্ছে এবার হাইপ্রোফাইল অমেঠি এবং রায়বরেলি  দুই লোকসভা কেন্দ্র থেকেই দূরত্ব বজায় রাখবেন গান্ধী ভাইবোন।


কংগ্রেস সূত্রে খবর, ২০২৪ লোকসভায় প্রিয়াঙ্কা গান্ধী দলের হয়ে প্রচার করলেও ভোটের ময়দানে লড়াই করবেন না।  অন্যদিকে রাহুল গান্ধী ওয়েনাড় ছাড়া আর কোনও কেন্দ্র থেকে লড়াই করতে আগ্রহী কি না, তা জানা যাবে আগামী ২৪ ঘণ্টার মধ্যে।

উল্লেখ্য , কংগ্রেসের সেন্ট্রাল ইলেকশন কমিটির বৈঠকে অমেঠি এবং রায়বরেলি  কেন্দ্র থেকে রাহুল এবং প্রিয়াঙ্কাকে প্রার্থী করার প্রস্তাব দেওয়া হয় মল্লিকার্জুন খাড়গের কাছে।  উত্তর প্রদেশের কংগ্রেস সভাপতি এই প্রস্তাবের তরফে  সওয়াল করে তিনি বলেন, অমেঠি এবং রায়বরেলির মানুষ রাহুল ও প্রিয়াঙ্কাকে ভীষণভাবে চাইছে।

 প্রসঙ্গত, ২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত অমেঠি কেন্দ্রের সাংসদ ছিলেন রাহুল।  ২০১৯ সালের লোকসভা নির্বাচনে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির কাছে পরাজিত হন অমেঠির কংগ্রেস প্রার্থী রাহুল গান্ধী।  এই বছরই কংগ্রেস গড়ে ধাক্কা লাগে। ২০২৪ এর লোকসভা নির্বাচনে আগামী ২০ মে, পঞ্চম দফায় অমেঠি এবং রায়বরেলিতে ভোটগ্রহণ।  গত ২৬ এপ্রিল ভোটগ্রহণ হয়েছে কেরালার ওয়েনাড়ে। রাহুল গান্ধী  সেখানে দ্বিতীয়বারের জন্য  সাংসদ নির্বাচিত হওয়ার দৌড়ে রয়েছেন।

গত ২৭ এপ্রিল অমেঠি এবং রায়বরেলি আসনে প্রার্থীদের নাম ঘোষণা নিয়ে সরাসরি প্রশ্ন করা হয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে। তিনি জল্পনা জিইয়ে রেখে বলেন, ঠিকসময়েই এই দুই কেন্দ্রের প্রার্থীদের নাম ঘোষণা করা হবে। তার জন্য কিছুটা অপেক্ষা করতে হবে।


Shrabani Munsi

শ্রাবণী মুন্সী। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় শান্তিনিকেতন থেকে সংস্কৃত বিষয়ে স্নাতকোত্তর। আকাশবাণী কলকাতার যুববাণী বিভাগের উপস্থাপিকা। সাংবাদিকতার পূর্ব অভিজ্ঞতা রয়েছে। কাজকর্ম ও পড়াশোনার পাশাপাশি আবৃত্তি চর্চা ও গল্পের বই পড়ার অভ্যেস রয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন