নিউজ ডেস্ক - মারাত্মক গরমে নাজেহাল বঙ্গবাসী। শুক্রবারের পর শনিবারও প্রবল গরমে জেরবার দক্ষিণবঙ্গবাসী। আলিপুর আবহাওয়া অফিস বৃষ্টির পূর্বাভাস দিলেও তাতে কিন্তু স্বস্তি পাওয়া যাবে না।
হাওয়া অফিস সূত্রে খবরে জানা যাচ্ছে, বুধবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা জারি রয়েছে। তবে সোম-মঙ্গলে তাপমাত্রা সামান্যই কমতে পারে। কিন্তু এতে অস্বস্তি থেকে মুক্তি পাওয়ার কোনও সম্ভাবনা নেই। তবে সোম-মঙ্গলে দক্ষিণের তিনটি জেলায় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ও ঝাড়গ্রামে। বাকি দক্ষিণবঙ্গ শুকনো থাকার সম্ভাবনাই বেশি। তবে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে মঙ্গলবার।
আবহাওয়ার পূর্বাভাসের মাধ্যমে জানা যাচ্ছে, আজ শনিবার স্বাভাবিকের থেকে ৬ ডিগ্রি বেশি থাকবে তিলোত্তমার পারদ। অন্যদিকে কলকাতা লাগোয়া একাধিক জায়গায় পারদ ৪২ ডিগ্রি স্পর্শ করতে পারে। দক্ষিণবঙ্গে বাঁকুড়া জেলায় সর্বোচ্চ ৪৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যেতে পারে তাপমাত্রা।