নিউজ ডেস্ক - এনআইএ-র ওপর হামলার ঘটনার জন্য উত্তপ্ত ভূপতিনগর। গ্রেফতার করা হয়েছে তৃণমূল কর্মী মনোব্রত জানা ও বলাই মাইতিকে। গ্রামবাসীদের একাংশ বলছেন, "রাতে কাউকে কিছু না জানিয়ে বাড়িতে ঢুকে পড়েছিলেন এনআইএ অফিসাররা।"কেন এভাবে অতর্কিতে প্রবেশ করেছে এনআইএ? সেই প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। পুলিশকে জানানো হল না কেন? সেই প্রশ্নও তুলেছেন তিনি। তবে বিদায়ী সাংসদ শিশির অধিকারীর দাবি করে বলেন , "আইন পরিবর্তন হয়ে গিয়েছে। এখন আর স্থানীয় পুলিশকে কিছু না জানালেও চলে।"
শিশির অধিকারী এই প্রসঙ্গে বলেন, “আইন তো পরিবর্তন হয়ে গিয়েছে। লোকসভায় আইন বদলে যাওয়ার পর আর লোকাল পুলিশ বা প্রশাসনকে জানানোর কোনও দরকার নেই। জরুরি পরিস্থিতিতে যে কোনও জায়গায় ঢুকতে পারে কেন্দ্রীয় সংস্থা। কিছু অজ্ঞ মানুষ না জেনে উস্কানি দিচ্ছেন।” এতে সরকারি দল অর্থাৎ তৃণমূলের মদত আছে বলেও মন্তব্য করেছেন তিনি।
শিশির অধিকারী আরও বলেন, "আগে এই সব ঘটনা ভিতরে চলত, এখন বাইরে প্রকাশ হয়ে যাচ্ছে। সরকারি দলের উস্কানি আছে। তার ফলে যা হওয়ার তাই হচ্ছে। তবে এনআইএ যে নিয়ম মেনেই সব করেছে।" তাঁর মতে, এনআইএ তদন্ত করছে, যথেষ্ট তথ্যও পেয়েছে। আইন মেনে যা করার তাই করেছে। তবে শাসক দল দুর্বল হয়ে পড়েেছে বলেই এইসব করছে বলে মন্তব্য করেছেন তিনি।