বিদ্যুৎ বিভ্রাট প্রসঙ্গে সিইএসসি(CESE) কে তীব্র ভৎসনা বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাসের



নিউজ ডেস্ক : বাংলার হাওয়া অত্যন্ত গরম। সময়ের সাথে সাথে তাপমাত্রা এবং লোকসভা নির্বাচনের পারদ চড়চড় করে বাড়ছে। তার সাথে আরও বাড়ছে বিক্ষিপ্ত বিদ্যুৎ বিভ্রাট। কখনো শোনা যাচ্ছে টেকনিক্যাল ফল্ট আবার কখনো শোনা যাচ্ছে লোড নিতে পারছে না। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সোমবার বৈঠকে বসে সিইএসসি (CESC) কর্তৃপক্ষকে তীব্র ভৎসনা করলেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস। কলকাতা এবং তার পাশাপাশি সংলগ্ন এলাকা গুলি থেকে প্রায়শই অভিযোগ আসছে অতিরিক্ত বিদ্যুৎ বিভ্রাটে।  একই সাথে লো ভোল্টেজ। পরিস্থিতির মোকাবিলা করতে সাধারণ মানুষ সিইএসসিতে অভিযোগ করলে তাদের কোন সহযোগিতা পাওয়া যাচ্ছে না। এই সমস্ত বিষয়গুলিকে কেন্দ্র করেই এদিন সল্টলেকের বিদ্যুৎ উন্নয়ন ভবনে বৈঠকে বসেন বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস সাথে ছিলেন বিদ্যুৎ সচিব শান্তনু বসু পাশাপাশি ছিলেন সিইএসসি এবং বিদ্যুৎ বন্টন নিগমের আধিকারিকরাও। বৈঠকে বহির্ভূত এসির বিদ্যুৎ যোগান নিয়ে নিজেদের সমস্যার কথা তুলে ধরেন সিইএসসি। কিন্তু বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস বিদ্যুৎ পরিষেবার স্বাভাবিক করার উপর যথেষ্ট গুরুত্ব দেন। তিনি বলেন "সাধারণ মানুষ এত টেকনিক্যাল যুক্তি বুঝবে না তারা মাস গেলে সিইএসসির বিল যেমন টাকা ধরে দেয় তেমনি নিরবিচ্ছিন্ন বিদ্যুতের জোগাড় চায়"। এরপরে তিনি শহর জুড়ে ১০০ টি জেনারেটর এবং আরো বেশি করে বিদ্যুৎ ব্যবহার  যাতে সাধারণ মানুষ করতে পারে তার ওপর যোগ দেয়। পাশাপাশি কর্মী ও ইঞ্জিনিয়ারদের সংখ্যা বাড়িয়ে কলকাতা শহরতলীর পাশাপাশি জেলায় জেলায় বিদ্যুৎ পরিষেবা বাড়ানোর দিকে  নজর দিতে বলেন সিইএসসিকে বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস।

Monisha Roy

মনীষা রায়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্যে স্নাতকোত্তর ছাএী।পরবর্তীতে জার্নালিজম নিয়ে পড়াশোনা ।দেশভাগের সাহিত্য আলোচনা।মাঝেমধ্যে একটু আকিবুকি কাটা পাশাপাশি ছন্দ মিলিয়ে কবিতা লেখা।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন