নিজস্ব সংবাদদাতা: কালিপুর মোড়ে তল্লাশী চালিয়ে ১৬০ লিটার চোলাই মদ সহ একটি বাইক আটক করল আবগারি দপ্তরের আধিকারিকরা।
এদিন ভোর রাতে ডানকুনি সার্কেলের ভারপ্রাপ্ত আধিকারিক জাভেদ আনসারীর নেতৃত্বে কালিপুর মোড়ে তল্লাশি অভিযান চালায় আবগারি দপ্তর। চন্ডীতলার দিক থেকে আসা সন্দেহজনক একটি বাইক দাঁড় করিয়ে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় প্রায় ১৬০ লিটার চোলাই মদ। বাইক ফেলে চম্পট দেয় চালক। আবগারি আধিকারিকদের অনুমান চন্ডীতলার দিক থেকে এই চোলাই মদ ডানকুনির কালিপুর হয়ে জগদীশপুর দিয়ে হাওড়ায় পাচার হওয়ার সম্ভাবনা ছিল। তবে পাচার হওয়ার আগেই কালিপুরে ধরা পড়ে যায়। বাইক সহ ১৬০ লিটার চোলাই মদ বাজেয়াপ্ত করা হয়েছে। গাড়ি চালকের খোঁজ চালাচ্ছে আবগারি বিভাগ।