নিজস্ব সংবাদদাতা: বেতন বৃদ্ধি সহ শ্রমিকদের উপর অত্যাচার বন্ধের দাবিতে পোস্টার হাতে বিক্ষোভ।
ডানকুনি পুরসভার এক নম্বর ওয়ার্ডের চাকুন্দি মা আমবে টাওয়ারের সামনে পোস্টার হাতে মাইক বেঁধে বিক্ষোভ দেখায় শ্রমিকরা। শ্রমিকদের অভিযোগ বেশ কয়েক বছর ধরে তাদের এগ্রিমেন্ট করা হচ্ছে না।
এমনকি কোম্পানির তরফে সময় মত পিএফের টাকা কাটা হলেও জমা দেওয়া হয় না। প্রতিবাদ করতে গেলে শ্রমিকদের মারধর করা হয় বলে অভিযোগ। অবিলম্বে ২৮ মাসের বকেয়া PF সহ বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ দেখায় শ্রমিকরা।
এ বিষয়ে কোম্পানির সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে কোন প্রতিক্রিয়া মেলেনি।