ভোটের মাঝেই আরও কিছুটা সস্তা হল রান্নার গ্যাস, ১ লা মে থেকেই কার্যকর করা হল নতুন দাম

 নিউজ ডেস্ক:  তাপমাত্রা এবং নির্বাচনের পারদ ঊর্ধ্বমুখী হলেও  জ্বালানি খরচে কিছুটা স্বস্তি মিললো সাধারণ মানুষের। বুধবার থেকে কমানো হল এলপিজি সিলিন্ডারের দাম। প্রায় ১৯ থেকে ২০ টাকা সস্তা হয়েছে এলপিজি সিলিন্ডার বুধবার সকালেই এই নয়া রেট IOCL ওয়েবসাইটে আপডেট করা হয়েছে। যা 1 মে 2024 থেকে প্রযোজ্য হয়েছে এই নতুন দাম।


ওয়েবসাইটের তথ্য অনুযায়ী গার্হস্থ্য গ্যাস নয় বরং দাম কমেছে বাণিজ্যিক সিলিন্ডারে। অর্থাৎ গার্হস্থ্য গ্যাস সিলিন্ডারের দামের কোন পরিবর্তন হয়নি মূলত বাণিজ্যিক সিলিন্ডার গুলোর দাম কমানো হয়েছে পয়লা মে থেকে।

তেল বিক্রয়কারী সংস্থার ওয়েবসাইট অনুসারে, 1 মে থেকে দিল্লিতে 19 কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম 19 টাকা কমেছে। ফলে 1764 টাকা থেকে দাম নেমে এসেছে 1745.50 টাকায়। মুম্বইতেও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম 19 টাকা কমেছে। 1717.50 টাকার জায়গায় নয়া রেট 1698.50 । চেন্নাইতেও  একইভাবে LPG সিলিন্ডারের দাম 19 টাকা কম হয়েছে। ফলে চেন্নাইয়ের দাম 1930 টাকা থেকে 1911 হয়েছে।


 অন্যদিকে শহর কলকাতায় বাণিজ্যিক সিলিন্ডারের দাম অন্যান্য জায়গার তুলনায় 1 টাকা বেশি অর্থাৎ 20 টাকা কমানো হয়েছে। এতদিন পর্যন্ত কলকাতায় 19 কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ছিল 1879 টাকা। যা 1 মে থেকে কমে হয়েছে 1859 টাকা।

মূলত মূলত হোটেল এবং রেস্তোরাঁ গুলোতে ব্যবহার করা হয় বাণিজ্যিক সিলিন্ডার। এমন পরিস্থিতিতে বাণিজ্যিক সিলিন্ডারের দাম কিছুটা কমার ফলে হোটেল রেস্তোরাঁতে খাবারের দামেও কিছুটা পরিবর্তন আসবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল অর্থাৎ এতদিন পর্যন্ত যে টাকায় খাবার পাওয়া যেত গ্যাসের দাম কমায় হোটেলের খরচা কম হলে খাবারের দামও কমবে বলেই মনে করছেন অনেকে। 


Shrabani Munsi

শ্রাবণী মুন্সী। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় শান্তিনিকেতন থেকে সংস্কৃত বিষয়ে স্নাতকোত্তর। আকাশবাণী কলকাতার যুববাণী বিভাগের উপস্থাপিকা। সাংবাদিকতার পূর্ব অভিজ্ঞতা রয়েছে। কাজকর্ম ও পড়াশোনার পাশাপাশি আবৃত্তি চর্চা ও গল্পের বই পড়ার অভ্যেস রয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন