২০২৪-এর ফলপ্রকাশের আগে ধ্যান মগ্ন হতে ভারতের দক্ষিণে যাচ্ছেন নরেন্দ্র মোদী

নিউজ ডেস্ক - ২০১৯-এর লোকসভা নির্বাচনে ফল প্রকাশের ঠিক আগে উত্তরাখণ্ডের কেদারনাথে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ১১ হাজার ফুট উচ্চতায় একটি গুহায় ধ্যান করেছিলেন তিনি। এবার ২৪-এর নির্বাচনের ফল প্রকাশ হওয়ার আগে ধ্যানে মগ্ন হতে কোথায় যাবেন মোদী, তা এখন নজরের বিষয়। সূত্রের খবরে জানা যাচ্ছে, তেমন পরিকল্পনাই রয়েছে প্রধানমন্ত্রীর। আগামী ১ জুন, শেষ দফা ভোট সম্পন্ন হলেই মোদী পৌঁছে যাবেন তামিলনাড়ু। সেখানে বিশ্রাম নেওয়ার পর কন্যাকুমারী যাওয়ার কথা আছে তাঁর। সেখানেই ধ্যানে বসতে পারেন তিনি।

ভোট ঘোষণা হওয়ার আগে থেকেই গোটা দেশ জুড়ে প্রচার চালিয়েছেন নরেন্দ্র মোদী। ৩০ মে প্রচার শেষ। ওই দিন পাঞ্জাবের হোশিয়ারপুরে একটি নির্বাচনী জনসভায় ভাষণ দেওয়ার কথা আছে তাঁর। সপ্তম তথা শেষ দফার ভোট হবে ১ জুন। আর তারপরই কন্যাকুমারী চলে যাবেন তিনি। এই দিনই শেষ পর্যায়ের প্রচারণা থেমে যাবে। পুলিশ সূত্রের খবর, বিবেকানন্দ রক মেমোরিয়ালে ধ্যান করতে পারেন মোদী। তবে ৩১ মে এবং ১ জুন প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক কর্মসূচি এখনও প্রকাশ করা হয়নি।

কথায় আছে ১৮৯২ সালের ২৪ ডিসেম্বর কন্যাকুমারীতে গিয়েছিলেন স্বামী বিবেকানন্দ। সমুদ্রতট থেকে প্রায় ৫০০ মিটার দূরে জলের মাঝে একটি বিশাল পাথর দেখতে পেয়ে সাঁতার কেটে সেখানে পৌঁছে গিয়েছিলেন তিনি। এরপর সেখানে ধ্যানে মগ্ন হন। পরে ওই পাথরে বিশাল স্মৃতিসৌধ নির্মাণ করা হয়। ৬ একর জুড়ে বিস্তৃত এটি। রয়েছে ব্রোঞ্জের তৈরি প্রায় সাড়ে আট ফুট উচ্চতার বিবেকানন্দের একটি মূর্তি।

গত লোকসভা ভোটের ফল প্রকাশের আগে হিমালয়ের কোলে ১১ হাজার ৭০০ ফুট উচ্চতায় গুহায় রাত কাটান তিনি। রুদ্রপ্রয়াগের ওই গুহায় ছিল একটি বিছানা, একটি হিটার, গিজার, টেলিফোন। ছিল শৌচাগারও। ধ্যানমগ্ন হওয়ার আগে কেদারনাথ মন্দিরে পুজো দেন তিনি।

Priyanka Dey

প্রিয়াঙ্কা দে । আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা । পরে খেলাধুলা নিয়ে মিডিয়া জগতে প্রবেশ। বর্তমানে DNN বাংলার ও KKR এর কনটেন্ট টিমে কর্মরত।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন