নিউজ ডেস্ক - পাথর ভাঙার গাড়ি আনলক করতে যাচ্ছিলেন। আর সেই সময়ে হঠাৎই বিদ্যৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক ব্যক্তির। জলপাইগুড়ির মালবাজারের ওদলাবাড়ির ঘটনা। মৃতের নাম মহম্মদ আজিজ (২৭)। বাড়ি মাল ব্লকের ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের রেলগেট কলোনী এলাকার ঘটনা।সূত্রের খবর , ডাম্পারে করে পাথর তুলে নদীর পাশে ক্রাসে রাখছিলেন ওই ব্যক্তি। সেই সময় ১১ হাজারের বিদ্যুতের তারে ডাম্পারের দরজা লাগে। গাড়িতে থাকা অবস্থায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যান তিনি। যার জেরে মৃত্যু হয় তাঁর।
আরও জানা গিয়েছে, মঙ্গলবার ডাম্পার চালক মহম্মদ আজিজ ডাম্পার নিয়ে ঘিস নদী সংলগ্ন একটি পাথর ভাঙা কারখানাতে গাড়ি আনলোড করতে যায়। পাথর খালি করার সময় উপর দিয়ে চলে যায় ১১ হাজার ভোল্টেজের তার। ডাম্পারের ডালা লেগে যায়। সঙ্গে সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যায় গোটা গাড়ি। আর সেই গাড়িতেই বিদ্যুৎ লেগে মৃত্যু হয় ওই চালকের।
দ্রুত এলাকাবাসী ওই চালককে ওদলাবারি হাসপাতালে নিয়ে যায়। সেখানকার ডাক্তাররা মৃত বলে ঘোষণা করে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে নিহতের আত্মীয় পরিজনেরা এবং মালবাজার পুলিশ। পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার তদন্ত শুরু করেছে মালবাজার থানার পুলিশ ।