তৃণমূলে ভোট দেওয়ার ফলস্বরূপ হিসাবে হাতে ধারাল অস্ত্রের কোপ পড়ল দুই মহিলার

নিউজ ডেস্ক - “তৃণমূলে কেন ভোট দিয়েছিস, যেই হাত দিয়ে ভোট দিয়েছিস সেই হাত কেটে নেব” এমন বলেই হুগলির বলাগড় থানার চড় কৃষ্ণবাটি বেলতলায় ভোটারদের অভিযোগ দেওয়া হয়েছে বলে অভিযোগ। ভোট দিয়ে বাড়ি ফেরার পথে গত সোমবার অপর্ণা মণ্ডল নামে এক তৃণমূল কর্মীর হাতে ধারালো অস্ত্রের কোপ মারারও অভিযোগ ওঠে। রাস্তায় ফেলে মারধরও করা হয়। একই সঙ্গে আরেক তৃণমূল কর্মী সঞ্চিতা মণ্ডলও হামলার মুখে পড়েন বলে অভিযোগ। অভিযোগের তির বিজেপির বিরুদ্ধে।

আক্রান্ত দুই মহিলার বয়ান অনুযায়ী, ভয়ে এতদিন কোথাও ভর্তি হতে পারেননি তাঁরা।  বুধবার দুপুরে কালনা মহকুমা হাসপাতালে দু’জনকেই ভর্তি করা হয়। তাঁদের দেখতে এদিন হাসপাতালে যান হুগলি জেলার তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শ্যামাপ্রসাদ রায় বন্দ্যোপাধ্যায়, বলাগড় ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নবীন গঙ্গোপাধ্যায়।

নবীন বলেন, ” মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে গালিগালাজ করছিল বিজেপি কর্মীরা তারই প্রতিবাদ করেছিল এই দুই তৃণমূলের সক্রিয় কর্মী। তাই তাঁদের ওপর আক্রমণ।” অপরদিকে আক্রান্ত অপর্ণা মন্ডল বলেন, “তৃণমূলে ভোট দিয়েছি বলেই আমাদের ওপরে আক্রমণ করে বিজেপি কর্মীরা।” যদিও এ প্রসঙ্গে বিজেপি সভাপতি নেতা তুষার মজুমদার বলেন, “তৃণমূলের অভিযোগ ভিত্তিহীন। আমি নিজে ভোটের পরের দিন গিয়েছিলাম। সেখানে বিজেপির সমর্থকদের ভোট দিতে দেওয়া হয়নি।তাদের ভোটার কার্ড কেড়ে নেওয়া হয়েছিলো। যারা অনেক কষ্টে ভোট দিয়েছে,তারা যখন ফিরছিল,তাদেরকেই মারধর করা হয়েছে। এটা তাদের নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বের ফল।”

Priyanka Dey

প্রিয়াঙ্কা দে । আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা । পরে খেলাধুলা নিয়ে মিডিয়া জগতে প্রবেশ। বর্তমানে DNN বাংলার ও KKR এর কনটেন্ট টিমে কর্মরত।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন